বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সিঙ্গুরের ডায়েরি

জিএসটি সমর্থন ভুল ছিল: মমতা
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জিএসটি বিলে সহমত হওয়া ভুল হয়েছিল। মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে ওই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জিএসটি’র নামে সব টাকা দিল্লি নিয়ে চলে যাচ্ছে। আমরা ভেবেছিলাম রাজ্যের কাছেও টাকা থাকবে, উন্নয়ন হবে। কিন্তু তা হয়নি। কারণ, একটি টাকাও কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিচ্ছে না। এখন মনে হচ্ছে ওই বিলকে সমর্থন করা ভুল হয়েছিল।

বুথে বুথে দুয়ারে সরকার কর্মসূচি 
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এবার দুয়ারে সরকার কর্মসূচি হবে বুথে বুথে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘোষণা করেন। তিনি বলেন, কোনও কাজ আটকে থাকলে দুয়ারে সরকারে যান। আমরা সব কাজ করে দেব। এবার মানুষের সুবিধার জন্য আমরা বুথভিত্তিক দুয়ারে সরকার করছি। বেশি দূর আর যেতে হবে না। ১০ এপ্রিল থেকে ওই কর্মসূচি চালু হবে।

কেন্দ্রকে আরামবাগ রেলপথ নিয়ে খোঁচা
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আরামবাগ রেলপথ নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন মমতা। তিনি বলেন, আমি রেলমন্ত্রী থাকাকালীন ওই প্রকল্প করেছিলাম। একটি অংশের কাজও হয়ে গিয়েছিল। ২০২৩ সালে এসে সেই প্রকল্পে হাত দিচ্ছে কেন্দ্র। যেদিন ছবি লাগাতে আসবে, বলবেন ওটা দিদি করে দিয়েছিল। দিদি থাকলে এক বছরে হয়ে যেত। আপনারা করলেন বলে এত বছর লেগে গেল।   

29th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ