বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

দুরারোগ্য যক্ষ্মা নিয়েও সন্তান প্রসব 
উজ্জ্বল নজির মাথাভাঙা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুরারোগ্য যক্ষ্মা প্রি এক্সডিআর (এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট) টিবি থাকা সত্ত্বেও ফুটফুটেও কন্যাসন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন মেখলিগঞ্জের এক তরুণী। যক্ষ্মা থাকলে সাধারণভাবে সন্তান ধারণ করতে বারণ করা হয়। ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকায় সন্তান আসতেও চায় না বহু সময়। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলে থাকেন, যদি বা সন্তান আসেও, টিবি আক্রান্তদের রোগ প্রশমনের বেশ কিছু ওষুধ গর্ভস্থ সন্তানের মারাত্মক ক্ষতি করতে পারে। 
এই ক্ষেত্রে সন্তান আসার ২০ সপ্তাহের মধ্যে যাবতীয় বিপদের কথা জানানো হয় ভাবী মাকেও। তিনি জানিয়ে দেন আইনি গর্ভপাত নয়, তিনি গর্ভস্থ সন্তানকে রাখতেই চান। এই পরিস্থিতিতে যক্ষ্মার হাল আমলে চিকিৎসা পদ্ধতির আধুনিক ওষুধ প্রয়োগ শুরু হয় হাসপাতালে। গোটা গর্ভধারণ পর্বেই সুস্থই ছিলেন মা এবং তাঁর গর্ভস্থ শিশু। ২৪ ফেব্রুয়ারি তিনি ১.৯ কেজি ওজন এক কন্যাসন্তান প্রসব করেন। 
উৎসাহব্যঞ্জক ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ দীনবন্ধু ঘোষের অধীনে চিকিৎসা চলছিল ওই তরুণীর। মঙ্গলবার যোগাযোগ করা হলে রাজিয়া পারভিন (নাম পরিবর্তিত) নামে ওই তরুণীর স্বামী, পেশায় বাইক মেকানিক রমজান আলম (নাম পরিবর্তিত) বলেন, ‘স্ত্রী ও আমার বাচ্চা মেয়ে দু’জনেই ভালো আছে। টিবি হলে সন্তান নেওয়া যাবে না, আগেকার সেই ধ্যানধারণা পাল্টানোর সময় এসেছে। ও নিয়ম করে চিকিৎসা করাচ্ছে। আমি ওর চেক আপ ফেল করি না।’ 
স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘অত্যন্ত উৎসাহব্যঞ্জক ঘটনা। টিবির আধুনিক চিকিৎসা পদ্ধতির জন্য এখন বহু অসম্ভবই সম্ভব হচ্ছে।’ জেলা যক্ষ্মা ও এইচআইভি কো-অর্ডিনেটর নিরুপম গুহ রায় বলেন, ‘আমাদের জেলায় প্রি এক্সডিআর টিবি নিয়েও সন্তান ধারনের ঘটনা এই প্রথম ঘটল। এর আগে এক এক্সডিআর টিবি আক্রান্ত ব্যক্তির স্ত্রী সন্তানধারণ করেন। কিন্তু আক্রান্ত হয়েও গর্ভধারণের পুরো পর্বটি বড় সমস্যা ছাড়াই পার করার এই ঘটনা আক্রান্তদের আশার আলো দেখাবে।’ 

29th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ