বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ঋণের টাকা
ফেরতের সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছে রাজ্যই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূলধনের অভাবে অনেকেই নিজের ব্যবসা শুরু করার স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারেন না। ঋণের জন্য ছুটতে ছুটতে জুতোর সুখতলা ক্ষয়ে গেলেও তা জোটে না অনেক সময়। অধিকাংশেরই জমি-বাড়ি বন্ধক রেখে ঋণ নেওয়ার পরিস্থিতি থাকে না। এই পরিস্থিতিতে রাজ্যের যুবক-যুবতীদের নিজস্ব ব্যবসায় উৎসাহিত করতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ব্যবসায় আগ্রহীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পরিষেবা চালু করছে তারা। সেই সঙ্গে টাকা ফেরতের ব্যাপারে ব্যাঙ্কগুলিকে ১০০ শতাংশ গ্যারান্টি দিচ্ছে রাজ্য সরকারই। 
শুক্রবার বিভিন্ন ব্যাঙ্কের ১০০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অর্থসচিব মনোজ পন্থ। রাজ্যস্তরের ব্যাঙ্কার্স কমিটির এই বৈঠকে সমস্ত প্রতিনিধিই ভবিষৎ ক্রেডিট কার্ডের ব্যাপারে সম্মতি দেন। অমিতবাবু জানান, এই কার্ডের মাধ্যমে ঋণের ১৫ শতাংশ অর্থের নিশ্চয়তা বা ক্রেডিট গ্যারান্টি দেবে রাজ্য। বাকি ৮৫ শতাংশের নিশ্চয়তা দেবে সিডবির ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফর স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ। সিডবির সঙ্গে কথা বলে এই ব্যবস্থা করেছে রাজ্য সরকারই। ফলে ঋণ দেওয়ার সময় টাকা ফেরত পাওয়া নিয়ে দু’বার চিন্তা করতে হবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। এছাড়া, প্রকল্পের উপভোক্তাদের ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য। ফলে ১৮ থেকে ৪৫ বছর বয়সি প্রায় দু’লক্ষ যুবকযুবতী এই কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে চলেছেন। আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া দুয়ারে সরকার শিবিরেই এই কার্ডের জন্য আবেদন করা যাবে। 
অন্যদিকে, আগামী অর্থবর্ষে ক্ষুদ্রশিল্প, স্বনির্ভর গোষ্ঠী, কৃষি, মৎস্য সহ বিভিন্ন ক্ষেত্রে মোট ২.৭০ লক্ষ কোটি টাকা ঋণ প্রদানের টার্গেট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অমিতবাবু। এর ফলে বিপুল কর্মসংস্থান হবে বলে তিনি দাবি করেছেন। চলতি অর্থবর্ষে রাজ্যে ক্ষুদ্রশিল্পে ঋণের মাত্রা ছাড়িয়েছে ১.১৪ লক্ষ কোটি টাকা। এর ফলে রাজ্যের জিডিপি বাড়বে চার গুণ। ৪১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। 
পাশাপাশি, ৮.৩৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী ২০ হাজার কোটি টাকা ঋণ পেয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবার গ্রামীণ এলাকায় বিভিন্ন ব্যাঙ্কের বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে রাজ্য। আরও বেশি মহিলাকে এই কাজে সুযোগ করে দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে অনুরোধ করেছে রাজ্য সরকার।

25th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ