বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ধর্মঘটে অনুপস্থিত কর্মীদের 
বেতন কাটার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১০ মার্চ ধর্মঘটের দিন অনুপস্থিত কর্মীদের বেতন কাটার প্রক্রিয়া শুরু হয়েছে। শো-কজের উত্তর দেওয়ার পর কর্মীদের বেতন কাটার বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি নবান্ন থেকে ৬ জন কর্মীকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিভিন্ন  ব্লক অফিসে বদলির নির্দেশ শুক্রবার জারি করা হয়েছে। অবিলম্বে তাঁদের নতুন কাজের জায়গায় যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এই কর্মীরা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, অর্থদপ্তর ও ভূমিদপ্তরের সচিবালয় অফিসে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ও হেড অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করেন।  কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী দাবি করেছেন, এই ৬ কর্মী ১০ তারিখের ধর্মঘটে যোগ দিয়েছিলেন। আগামী দিনে আরও কর্মীকে বদলি করা হবে বলে তাঁদের আশঙ্কা। প্রসঙ্গত, এর আগেও গত কয়েক বছরের মধ্যে অনেক সরকারি কর্মীকে কলকাতায় সচিবালয়ের বিভিন্ন অফিস থেকে দূরের জেলার বিভিন্ন অফিসে বদলি করা হয়। বদলি হওয়া কর্মীদের মধ্যে কো-অর্ডিনেশন কমিটির পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মী সংগঠনের কয়েকজন নেতাও আছেন। এই ধরনের সচিবালয় থেকে জেলার অফিসে ‘ডি঩টেইলমেন্ট’ বদলির ক্ষেত্রে সরকারিভাবে কোনও কারণ দেখানো হয় না। অন্যদিকে জেলার কয়েকটি ব্লক অফিসে আগে বদলি করা হয়েছিল, এমন চারজন কর্মীকে এই দফায় ফের সচিবালয়ের কয়েকটি দপ্তরে ফিরিয়ে আনা হয়েছে।  সরকারি সূত্রে জানা গিয়েছে, ধর্মঘটের দিন অনুপস্থিত কর্মীদের বেতন কাটার প্রক্রিয়া দুই মাস ধরে চলতে পারে। অনেক দপ্তর কর্মীদের বেতনের বিল অনেক আগেই ট্রেজারিতে পাঠিয়ে দিয়েছিল। যে সব ক্ষেত্রে বেতনের বিল চূড়ান্ত হয়ে গিয়েছে, সেখানে অনুপস্থিত কর্মীরা মার্চ মাসের পুরো বেতন পেয়ে যাবেন। 

25th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ