বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

আরও কয়েকজন প্রভাবশালীর নাম 
মিলেছে, আদালতে দাবি করল ইডি
ওএমআর শিট তৈরি সংস্থার কর্তা নীলাদ্রি ধৃত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার খনির কথা আগেই উঠে এসেছিল। এবার বাংলা তথা দেশের মানুষকে একটু ধৈর্য ধরতে বলব। আমরা বসন্তে রয়েছি। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যয়কে নিয়ে সওয়াল জবাব চলাকালীন এমনই দাবি করলেন ইডির আইনজীবীরা। সেই সঙ্গে আদালতে আইনজীবীরা জানান, তদন্তে আরও কয়েকজন প্রভাবশালীর নাম মিলেছে। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, তাহলে কী বড়সড় কোনও পদক্ষেপের দিকে এগচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। এদিকে ওমআর শিট প্রস্তুতকারক সংস্থার কর্তা নীলাদ্রি দাসকে কলকাতায় গ্রেপ্তার করেছে সিবিআই। অভিযোগ, ম্যানিপুলেশন করে অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়ানো হয়। তাঁকে ২৭ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
যুবনেতা শান্তনুকে এদিন ইডির বিশেষ আদালতে আনা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী প্রীতম ভট্টাচার্য  বলেন, তাঁর মক্কেলের কিডনির সমস্যা থাকায় প্রয়োজনীয় মেডিক্যাল সহায়তা প্রয়োজন। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি ও ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁরা আগে বলেছিলেন অয়ন শীল সোনার খনি। তাঁর বাড়িতে তল্লাশির পর জানা যাচ্ছে, বিষয়টি আর শিক্ষা কেলেঙ্কারির মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জুড়েছে পুরসভার নিয়োগ দুর্নীতি। সেই খনির পরিধি অসীম, অনন্ত।  ইডির আইনজীবী বলেন, শুষ্ক শীতকালের পর শুষ্ক বসন্ত, তারপর তীব্র গরম আর বর্ষা আসে। এরপর দেখা মেলে রামধনুর। সেটা দেখতে পাচ্ছি। সওয়াল শেষে শান্তনুকে ৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠান বিচারক। বেরনোর সময় অভিযুক্ত বলেন, তিনি দোষী হলে শাস্তি পাবেন। আর নির্দোষ হলে আপনাদের সঙ্গে দেখা করব। 

25th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ