বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রানাঘাটে তৃণমূলের গোষ্ঠীকোন্দল,
প্রাক্তন প্রধানের ছেলেকে মারধর
ধৃত দলেরই যুব অঞ্চল সভাপতি

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা দখলকে কেন্দ্র করে রানাঘাটের বহিরগাছিতে তুঙ্গে উঠল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। নিজের আধিপত্য বজায় রাখতে গত বৃহস্পতিবার রাতে দলেরই কর্মীকে মারধর এবং তাঁর দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের যুব অঞ্চল সভাপতি তারক ঘোষের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে তারক ঘোষ সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিস। অভিযুক্তদের শুক্রবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরেই বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সসুমিত রায় এবং তাঁর ছেলে সৌভিক রায়কে ভয়ভীতি প্রদর্শন ও হেনস্থার অভিযোগ উঠছিল তৃণমূলের যুব অঞ্চল সভাপতি তারক ঘোষ এবং তার দলবলের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তারকের বিরুদ্ধে এর আগে বিভিন্ন আর্থিক প্রতারণার এবং এলাকার আদি তৃণমূল কর্মীদের উপর ভয় দেখানোর অভিযোগ উঠছিল। গত বৃহস্পতিবার রাতে বহিরগাছি বাজার এলাকায় প্রাক্তন প্রধানের ছেলে সৌভিক রায়ের প্রসাধনী সামগ্রীর দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সৌভিককে মারধরও করা হয়। সেই রাতেই ধানতলা থানায় অভিযোগ দায়ের করেন সৌভিক রায়ের মা সবিতা রায়। বৃহস্পতিবারই বহিরগাছি এলাকা থেকে ভাঙচুরের ঘটনায় অন্যতম অভিযুক্ত যুবনেতার দুই অনুগামী শুভেন্দু বিশ্বাস ও সায়ন ঘোষকে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিস। শুক্রবার সকালে রানাঘাট মহকুমা আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত তারক ঘোষকে। গ্রেপ্তার হওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারক বলেন, রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে রানাঘাট ২ ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্য ফিরোজ আলি মণ্ডল ও তাঁর অনুগামীরা আমাকে খুন করার চক্রান্ত করছে। বিষয়টি পুলিসকে জানিয়েছি। পাল্টা ফিরোজ আলি মণ্ডলের দাবি, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

25th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ