বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মশাবাহিত রোগ নিয়ন্ত্রনে পরিচ্ছন্নতায় জোর
সমীক্ষা জোরদার করতে ‘ডেঙ্গু
ডায়েরি’ চালু হচ্ছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গু ডায়েরি চালু করছে রাজ্য। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়ি বাড়ি সমীক্ষা একটি বড় বিষয়। সেই সমীক্ষা আরও ভালো করতেই এই ডায়েরি চালু করছে রাজ্য। এই ডায়েরি দেওয়া হবে আশা কর্মীদের। প্রতিটি এলাকার বাড়ি ধরে ধরে বাসিন্দাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য তুলতে হবে এই ডায়েরিতে। যে ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন, তাঁদের বিষয় নির্দিষ্ট তথ্য তুলতে হবে এই ডায়েরিতে। আবার, স্বাস্থ্য কর্মীদের কাছে থাকা ডায়েরিতেও বাসিন্দারা নিজেদের অভাব অভিযোগের কথা জানতে পারবেন।  নিযুক্ত হবে ১.৩২ লক্ষ স্বাস্থ্য কর্মী। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি সমিক্ষার জন্য ১৫ সদস্যের একটি করে দল গঠন করা হবে। অন্যদিকে, যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হন, তাহলে সেই ব্যাক্তিকে দেওয়া হবে ডেঙ্গু কার্ড। সেই কার্ডে অসুস্থ ব্যাক্তির শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য প্রতিদিন তাঁর বাড়িতে গিয়ে লিখে রাখবেন স্বাস্থ্য কর্মীরা। ডেঙ্গু এড়াতে কী কী করণীয়, তাও দেওয়া থাকবে এই কার্ডে।
বৃহস্পতিবার স্বাস্থ্য, নগরোন্নয়ন সহ অন্যান্য দপ্তরের পদস্থ কর্তা এবং জেলাশাসকদের নিয়ে ডেঙ্গু সংক্রান্ত জরুরি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী। সেখানেই এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সুত্রের খবর। নগরোন্নয়ন দপ্তর একটি নয়া পোর্টাল তৈরি করছে। যার মাধ্যমে প্রতিটি এলাকা আবর্জনা মুক্ত রাখার বিষয়টির উপর কেন্দ্রীয় ভাবে নজরদারি চালানো হবে। আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। 
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি জল জমা এড়াতে প্রচার অভিযানেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। শহর এলাকাতেই বেশি ডেঙ্গুর ঘটনা ধরা পড়ে। সেই কারণে, কেন্দ্রীয় সরকারের অফিস বা কোয়ার্টার, যে সমস্ত এলাকা পুরসভার বাইরে রয়েছে, সেই সমস্ত এলাকাতেও আলোচনার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্যোগ নিতে বলা হয়েছে।

24th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ