বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

এবার জেলাশাসকের নজরদারিতে
হবে পুরসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগ
ধৃত অয়নের সঙ্গে একটি পরামর্শদাতা সংস্থার যোগ পেল ইডি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠার পর নিয়োগ পদ্ধতিতে বদল আনছে রাজ্য সরকার। কোনও পুরসভায় এবার গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের নজরদারিতে। বুধবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁর দপ্তরকে এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুরসভাগুলির কাছে নিয়োগ সংক্রান্ত তথ্য তলব করারও নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। অন্যদিকে, পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ভূমিকা ছিল বলে দাবি করেছে ইডি। ওই সংস্থার হাত ধরেই বিভিন্ন পুরসভায় নিয়োগের টেন্ডার পেয়েছিল ধৃত অয়ন শীলের সংস্থা। 
রাজ্যের ৬০টি পুরসভায় অন্তত পাঁচ হাজার চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। পুরমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘আমরা বিভিন্ন বিভাগকে বলেছি, কী তথ্য পাওয়া যাচ্ছে তা দেখে নিতে হবে। আদালতের কোনও নির্দেশ আসেনি। তাই আগ বাড়িয়ে কিছু করছি না। সত্যিই দুর্নীতি হয়েছে কি না দেখতে বলেছি।’ মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে পুরসভায় চাকরি হয় বলে দাবি করে ফিরহাদ বলেন, ‘পুরসভায় নিয়োগের দেখভাল করে ওয়েবল। এখন থেকে গ্রুপ ডি পদে ডিএমের তত্ত্বাবধানে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।’  তবে ইডির দাবি, রাজ্যের এক প্রভাবশালী ব্যক্তির কাছে অভিযুক্ত অয়নের হয়ে সুপারিশ করেছিল ওই রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। ইডির আরও দাবি, পুর নিয়োগ পরীক্ষার ওএমআর শিট দক্ষিণ কলকাতার নির্দিষ্ট কোন ঠিকানায় ছাপানো হবে, তাও বলে দেয় ওই পরামর্শদাতা সংস্থা। অয়নের সংস্থা থেকে মোটা অঙ্কের টাকা ওই সংস্থায় যাওয়ার নথিও হাতে এসেছে ইডির। পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠার পর পুর ও নগরোন্নয়ন দপ্তর এদিন সব পুরসভাকে নিয়োগ সংক্রান্ত নথি তৈরির নির্দেশ দিয়েছে। ধৃত অয়ন শীলের সংস্থা যেসব পুরসভায় পরীক্ষা নিয়েছে, সেই পুরসভাগুলির কাছে রিপোর্ট চেয়েছে পুরদপ্তর। জানতে চাওয়া হয়েছে, কোন সালে, কী প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছে, কোন এজেন্সি সেই পরীক্ষা নিয়েছে, কতজন পরীক্ষার্থী ছিলেন এবং কতজন ইন্টারভিউ দিয়ে চাকরি  পেয়েছেন? এছাড়া, এজেন্সি নিয়োগের ক্ষেত্রে টেন্ডার বা রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হয়েছিল কি না, তাও বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে। যে সমস্ত পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের চেয়ারম্যানরা গিয়ে দেখাও করেছেন পুরদপ্তরের কর্তাদের সঙ্গে। যদি তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে হয়, তার জন্য সমস্ত রকম তথ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ