বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

করোনা পর্বকে পিছনে ফেলে বাঙালির
বিদেশে পাড়ি বেড়েছে অনেকটাই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২০ সালে যখন করোনার প্রথম সংক্রমণ শুরু হয়, তখন সাধারণ মানুষ বেড়াতে যাওয়ার কথা ভাবতেই পারেনি। লকডাউন এবং পরবর্তীকালে প্রশাসনিক নিয়ন্ত্রণ পর্যটনকে শিল্পকে বেঁধে রেখেছিল অনেকটাই। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, তখন বাড়ির কাছাকাছি বেড়াতে যাওয়াকেই শ্রেয় মনে করেছে। যাঁদের দেশের বাইরে পা রাখার জন্য আগ্রহ বাড়ছিল, সেই ইচ্ছাকে দমিয়ে রেখেছিল আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি। নানা নিয়মের গেরোয় কম সংখ্যক বিমান পরিষেবা অনেকটাই প্রভাব ফেলেছিল আন্তর্জাতিক পর্যটনে। 
তথ্য বলছে, করোনার আতঙ্ক কাটতেই ফের ভিন দেশে বেড়াতে যাওয়ার জন্য একপ্রকার ঝাঁপিয়েই পড়েছেন মানুষ। অন্তত পশ্চিমবঙ্গের তথ্য তেমনই বলছে। ভিসা প্রদানে সহায়তাকারী একটি সংস্থার তথ্য বলছে, করোনার আগে যে সংখ্যক মানুষ বাইরের দেশে পাড়ি দিতেন, ২০২২ সালে সেই হার প্রায় ৮৫ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। নানা দেশের সীমানা পযরটকদের জন্য খুলতেই, ২০২১ সালের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে অনেকটা বেড়েছে ভিসা পাওয়ার হার, দাবি করেছে সংস্থাটি।
আন্তর্জাতিক সংস্থাটির তথ্য বলছে, গতবছর এরাজ্য থেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে থাইল্যান্ড, ব্রিটেন এবং আমেরিকা।  গ্রীষ্ম এবং পুজোর সময় সবচেয়ে বেশি মানুষ বাইরের দেশে গিয়েছেন। ২০২১ সালের তুলনায় বাংলা থেকে বিদেশযাত্রার হার বেড়েছে ১৬০ শতাংশ। অথচ ভারতে তা ১৪০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বাংলায় যখন করোনার আগের পরিস্থিতির ৮৫ শতাংশ ছুঁয়ে ফেলেছে বাংলা, সেখানে ভারত রয়ে গিয়েছে ৮০ শতাংশে। মোট কথা, গোটা দেশ থেকে যে হারে ভারতীয়রা বিদেশে পাড়ি দিয়েছেন, বাংলা থেকে সেই পর্যটনের হার অনেকটাই বেশি। এ তো গেল বাংলা থেকে বিদেশে পর্যটকদের যাওয়ার তথ্য। ওই সময়ের মধ্যে বিদেশ থেকে কতজন এলেন বাংলায়? সেই তথ্য অবশ্য এখনও মেলেনি। তবে তা অনেকটাই আশানুরূপ হবে, মনে করছেন পর্যটন কর্তারা।  

23rd     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ