বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

২৮৪ কোটির আবাসন কেলেঙ্কারি ক্যাগের
খোঁচা খেয়েও নিশ্চুপ যোগী সরকার

দীপঙ্কর মণ্ডল, কলকাতা: বিজেপি শাসিত উত্তরপ্রদেশে শুধু একটি শহুরে আবাসন প্রকল্পে ২৮৪ কোটি টাকার কেলেঙ্কারি সামনে এল। বাংলার কিছু পুরসভায় কেন্দ্রীয় এজেন্সি ইডি জোরকদমে বেনিয়মের খোঁজ চালাচ্ছে। একই সময়ে যোগী সরকারের এই দুর্নীতির কথা জানা গেল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার (ক্যাগ) সাম্প্রতিক রিপোর্টে। 
২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এলাহাবাদে যমুনা নদীর তীরে মধ্যবিত্তদের জন্য আবাসন তৈরি শুরু হয়। উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছিল, এই আবাসনে পার্কিং, পাওয়ার ব্যাকআপ, সিকিউরিটিসহ সমস্ত আধুনিক পরিষেবা থাকবে। প্রকল্পে বাজেট বরাদ্দ হয় ২৮৪.৪১ কোটি টাকা। সরকারি ঘোষণা অনুযায়ী, ‘যমুনা বিহার’ নামে ওই বহুতল আবাসনে থাকবে ১৫টি টাওয়ার। মোট গড়া হবে ১ হাজার ২০০ দু’কামরার ফ্ল্যাট। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির ক্যাগ রিপোর্ট বলছে, যমুনা বিহারে এই মুহূর্তে ফ্ল্যাট আছে ১৯২টি। এর মধ্যে হস্তান্তরযোগ্য ফ্ল্যাট মাত্র ৩২টি। গত ছ’বছর কাজ চলার পর যমুনার তীরে ওই মেগা আবাসন ওই প্রকল্পের ভবিষ্যত কী? প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, চাহিদা কম থাকায় ওই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে।  অর্থাৎ দু’টি টাওয়ারে থাকবে ১৯২ টি ফ্ল্যাট।
নাম বদলে এলাহাবাদ এখন প্রয়াগরাজ। প্রাচীন এই শহরের নৈনি নামক জায়গায় নিম্ন ও মাঝারি আয়ের নাগরিকদের জন্য আবাসন নির্মাণ শুরু হয়। মুখ্যমন্ত্রিত্বের প্রথম পাঁচবছর শেষ করে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন যোগী আদিত্যনাথ। কিন্তু আবাসের কাজ শেষ হয়নি। প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছিল এলাহাবাদ ডেভেলপমেন্ট অথরিটিকে। শহরের মতো নাম বদলে সংস্থার নাম এখন প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি। এই উন্নয়ন কর্তৃপক্ষের গাফিলতিতেই সরকারি অর্থের অপচয় হয়েছে বলে সরাসরি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন দেশের শীর্ষ অডিট সংস্থা। উল্লেখ্য, উত্তরপ্রদেশের আবাসন এবং নগরোন্নয়ন দপ্তর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী। তাঁর আমলে অন্য আরও কিছু প্রকল্পে আর্থিক বেনিয়মের কথা অডিট রিপোর্টে উল্লেখ করেছে ক্যাগ। 
যমুনা বিহার আবাসন প্রকল্পে আর্থিক বেনিয়ম নিয়ে উত্তরপ্রদেশ সরকারের জবাব চেয়েছিল অডিট সংস্থা। সন্তোষজনক উত্তর মেলেনি বলে রিপোর্টে জানিয়েছে ক্যাগ। সহস্রাধিক ফ্ল্যাট তৈরির জন্য মঞ্জুর টাকার বড় অংশের হদিশ মেলেনি। বিস্ফোরক এই কনফিডেনশিয়াল রিপোর্ট অনুযায়ী, সরকারি টাকা নিয়ে কন্ট্রাকটররা উধাও হয়ে গিয়েছে! প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি সেই টাকা উদ্ধারের চেষ্টা করেনি।  

23rd     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ