বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সেন্ট জেভিয়ার্সের ডি-লিট মমতাকে, তাঁকেই 
‘যোগ্যতম প্রাপক’ বললেন রাজ্যপাল বোস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজভবনের সঙ্গে নবান্নের পারস্পরিক সৌহার্দ্য সুবাতাস হিসেবে বয়েই চলেছে। সোমবার নিউটাউনে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে তা আরও একবার পরিষ্কার হল। এই ডি-লিট প্রাপক হিসেবে মুখ্যমন্ত্রীই যোগ্যতম প্রার্থী, এমন বাক্যই শোনা গিয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছ থেকে। তিনি মনে করিয়ে দেন, এই ডি-লিট কিন্তু রাজনীতিতে তাঁর অবদানের কারণে নয়। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাঁর পুরস্কার ‘মানুষের বিশ্ববিদ্যালয়’ থেকে আগেই পেয়েছেন। এই স্বীকৃতি তিনি পেলেন সাহিত্য ও চিত্রকলায় তাঁর উৎকর্ষ এবং অবদানের কারণে। 
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, ভারতের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ, আর এক প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি রাজনীতির পাশাপাশি একাধিক বই লিখেছেন। এমনকী, মিল্টনও কবি হওয়ার পাশাপাশি রাজনীতিক ছিলেন। সেই নিরিখে মুখ্যমন্ত্রীকেও কার্যত তাঁদের সঙ্গে একাসনে বসিয়েছেন রাজ্যপাল। রাজনৈতিক মহলের মতে, এটা রাজ্য বিজেপির যথেষ্ট গাত্রদাহের কারণ হবে। বিশেষ করে, অটলবিহারী বাজপেয়ি বা এ পি জে আবদুল কালামের আবেগ এভাবে হাইজ্যাক হয়ে যাওয়ার ঘটনা তাঁদের বেশি চটিয়ে দেবে বলেই মনে করছেন রাজনীতির পর্যবেক্ষকরা। এমনকী, নিজের ঢঙে জয় বাংলা (জয় বাঙ্গাল), জয় ভারত বলে বক্তব্য শেষ করেন আনন্দ বোস। ‘জয় বাংলা’ শব্দবন্ধকে তৃণমূলের রাজনৈতিক স্লোগান হিসেবেই দেখেন বিরোধীরা। তাই রাজ্যপালের মুখে এই ধ্বনিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিন রাজ্যপালের হাত থেকে ডি-লিট নেওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নিজে সাধারণ মানুষ, তাই থাকতে চাই। আর তাঁরাই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। সেই কারণে এই সম্মানও সাধারণ মানুষকেই উৎসর্গ করলাম।’ দেশের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষায় কাজ চালিয়ে যাবেন বলেও জানান মমতা। এই বিশ্ববিদ্যালয়ে মাদার টেরিজার নামে একটি চেয়ার প্রফেসরশিপ চালু করার প্রস্তাবও সরকারের তরফে সেন্ট জেভিয়ার্সের উপাচার্য জন ফেলিক্স রাজকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকেও সাম্মানিক ডি-লিট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

7th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ