বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের 
বিজেপি বিধায়ক, প্রশ্ন এরপর কে?
পঞ্চায়েত ভোটের আগে দরজা খুললেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: ‘ঠিক সময়ে দরজা খোলা হবে। রাজনীতিতে সময়টা খুব গুরুত্বপূর্ণ’। যোগদান প্রসঙ্গে  গত ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে এমনই মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে ‘তৃণমূলের দরজা’ খুলে দিলেন তিনি। রবিবার তৃণমূল শিবিরে শামিল হলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গিয়ে সুমন তৃণমূলে যোগ দেন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক। ঘটনাচক্রে সুমনের যোগদানের পর প্রশ্নটা জোরদার হয়ে উঠেছে, ‘এরপর কে?’ কিছুদিন আগে অভিষেক এমনটাও বলেছিলেন, দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। যার সূত্র ধরে এদিন তৃণমূলের যুব নেতা সুদীপ রাহার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ক্যামাক স্ট্রিটের দরজায় এখন অপেক্ষমান আরও ১৩।
২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ডাবল ইঞ্জিনের দাবিকে গুরুত্ব না দিয়ে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানে গলা মেলায় তামাম বাংলা। তারপর থেকেই বিজেপি শিবিরে ভাঙন অব্যাহত। বিজেপি বিধায়ক মুকুল রায়, তন্ময় ঘোষ, সৌমেন রায়, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন। আর সেই তালিকায় সংযোজন হল  সুমন কাঞ্জিলালের নাম। অভিষেকের সঙ্গে সাক্ষাতের পর সুমন দাবি করেন, বিজেপি দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। তাই জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করতে তৃণমূলে যোগদান করলাম। যোগদানের পর এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে।
সম্প্রতি তৃণমূল নেতা অজিত মাইতির সঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের একটি ছবি ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। তাই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ হয়েছে বিস্তর। তার মধ্যেই সুমন কাঞ্জিলাল বিজেপি ছাড়লেন। তৃণমূলের দাবি, জনপ্রতিনিধিরা বিজেপি দলে আর থাকতে চান না। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের পাল্টা যুক্তি, তৃণমূলের প্রলোভন ও চাপের কাছে নতিস্বীকার করেছেন বিজেপির বিধায়ক।
এর পরেই উত্তর প্রান্তের রাজনৈতিক পরিসরে জল্পনা ছড়িয়েছে। এবার কি কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামাও তৃণমূল যোগ দিচ্ছেন! যদিও বিশালবাবু তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, আমাকে নিয়ে মিথ্যা জল্পনা ছড়ানো হচ্ছে।
সুমনবাবুর তৃণমূলে যোগদান নিয়ে বিজেপির আলিপুরদুয়ারের জেলা সভাপতি ভূষণ মোদক বলেন, ‘ভালোই হয়েছে। আপদ বিদায় হয়েছে।’ তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক বলেন, ‘পঞ্চায়েত ভোটের আগে জেলায় দল আরও শক্তিশালী হল।’
 ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে সুমন কাঞ্জিলাল। -নিজস্ব চিত্র

6th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ