বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

নামে-বেনামে কুন্তলের
১০০ গাড়ি! দাবি ইডির
দু’টি ব্যাঙ্কে নগদে সাড়ে ছ’কোটি জমা ঘোষবাবুর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সম্পর্কে ফের চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। তারা জেনেছে, নামে-বেনামে কমপক্ষে ১০০টি বিলাসবহুল গাড়ির মালিক কুন্তল। এত গাড়ি নিয়ে কী করতেন তিনি? ইডির দাবি, কুন্তল এই গাড়িগুলি বিভিন্ন প্রভাবশালীকে ‘উপহার’ দিতেন। শুক্রবার তদন্তকারী সংস্থার তরফে আদালতকে জানানো হয়, দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (সেভিংস ও কারেন্ট) মোট ৬ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি নগদে জমা করেছিলেন কুন্তল। ফরেন্সিক ও সায়েন্টিফিক অডিট পদ্ধতি ব্যবহার করে বেশ কিছু তথ্য এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তাতেই জানা গিয়েছে, দু’টিই বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। একটি কুন্তলের নিজের নামে। ইডির দাবি, তাঁর নাবালিকা কন্যার নাম রয়েছে অন্য অ্যাকাউন্টটিতে। দু’টি অ্যাকাউন্টেই ওই বিরাট অঙ্কের টাকা নগদে জমা পড়েছে। কিছুদিনের মধ্যে ওই টাকার একটা অংশ বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ঘটেছে এই ঘটনা। ১৪ দিনের ইডি হেফাজত শেষে এদিন তাঁকে আদালতে তোলা হয়েছিল। বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা তাঁকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
এদিন আদালতের এজলাসে দাঁড়িয়ে কুন্তল জোর গলায় দাবি করেন, তাঁর কোনও সম্পত্তি নেই। কিন্তু ইডির দাবি, ইতিমধ্যেই কুন্তলের নামে ও বেনামে বেশ কিছু ফ্ল্যাট সহ স্থাবর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু ওই সাড়ে ৬ কোটি টাকা এখন কোথায়? কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ হয়েছিল ওই টাকা? কোন কোন এজেন্ট ‘ভাগ’ পেয়েছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আরও কয়েকটি প্রশ্ন তাঁদের ভাবাচ্ছে। কুন্তল যাঁদের বিলাসবহুল গাড়ি উপহার দিতেন, সেই প্রভাবশালী কারা? তাঁদের আত্মীয়রাও কি কুন্তলের কাছে গাড়ি পেয়েছেন? এই ‘উপহার’ দেওয়ার বিনিময়ে কুন্তলের কী ‘প্রাপ্তি’ হতো? তদন্তকারীদের ধারণা, এই প্রক্রিয়ায় কুন্তলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও মাস্টারমাইন্ড ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে কুন্তলের যে নিবিড় যোগাযোগ ছিল, সে বিষয়ে নিশ্চিত ইডির আধিকারিকরা। তাঁদের দাবি, পার্থবাবুর নাকতলার বাড়িতে টাকা নিয়ে যেতেন কুন্তল। তৎকালীন শিক্ষামন্ত্রীকে ‘খুশ’ রাখতে শুধু টাকা দিয়েই ক্ষান্ত থাকতেন না যুবনেতা! ইডি সূত্রে দাবি, একবার ২৫ কেজি ইলিশ মাছ ‘ভেট’ নিয়ে নাকতলায় হাজির হয়েছিলেন কুন্তল।  পার্থবাবু যে খাদ্যরসিক, সে কথা বিলক্ষণ জানতেন ওই যুবনেতা। তাই মন্ত্রীমশাইয়ের রসনাতৃপ্তির আয়োজনে খামতি রাখেননি তিনি। তদন্তে আগেই জানা গিয়েছিল, বহুমূল্য একটি ফল নিয়মিত নাকতলার বাড়িতে আসত। সেই ফলের দাম শুনে মধ্যবিত্তর চোখ কপালে উঠেছিল। এরপর সামনে এল ইলিশ-বৃত্তান্ত। এর কত দাম হতে পারে, তা বাঙালির হিসেব করতে অবশ্য বেশি সময় লাগবে না!
শুক্রবার নগর দায়রা আদালতে কুন্তল ঘোষ। -নিজস্ব চিত্র

4th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ