বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বসছে ১৪০ জোড়া ক্যামেরা, শুরু বাঘ গণনা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পর এবার দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অধীনে থাকা জঙ্গলে বাঘ গণনার কাজ শুরু হল। বুধবার রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে ক্যামেরা বসানোর সূচনা হয়। সব মিলিয়ে ১৪০ জোড়া ক্যামেরা বিভিন্ন জায়গায় বসানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩৫ দিন ক্যামেরাগুলি বসানো থাকবে।  এদিন বন্দুকধারী রক্ষীদের নিরাপত্তা বেষ্টনীতে বনকর্মী ও আধিকারিকরা ক্যামেরা বসানোর কাজ করেন। তার আগে যে এলাকায় সেটি বসানো হবে, তার চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। ক্যামেরা বসানোর পরে বাঘেদের আকৃষ্ট করার জন্য মাংস রেখে দেওয়া হয় কাছাকাছি জায়গায়। গন্ধের টানে সেখানে বাঘমামা এলেই তার ছবি উঠে যাবে।  জানা গিয়েছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনে এই কাজ সদ্য শেষ হয়েছে। সেখান থেকে ক্যামেরা খুলে এনে এই ডিএফ‌ও বিভাগে বসানোর কাজ শুরু হল। এক মাস আগে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাজের সঙ্গে মাতলা রেঞ্জে ক্যামেরা বসানোর কাজ শেষ করা হয়েছিল। -নিজস্ব চিত্র

26th     January,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ