বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ভারতের নজরদারি কতটা এগিয়ে,
আজ প্রমাণ দেবে ডিআরডিও

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিরক্ষায় নতুন নতুন আবিষ্কার সংযোজন করছে। কিন্তু, সমুদ্রের তলা থেকে আকাশপথ পর্যন্ত নজরদারিতে ভারত কতটা এগিয়ে? আজ, সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে তারই প্রদর্শন করবে ডিআরডিও। চারটি ভাগে এই প্রদর্শন চলবে দিল্লির ‘কর্তব্যপথে’। নজরদারির পাশাপাশি যোগাযোগ এবং সুরক্ষার বিষয়ও উপস্থাপন করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্রদর্শনের চারটি ভাগের প্রথম অংশেই রয়েছে আন্ডারওয়াটার সার্ভিল্যান্স প্ল্যাটফর্ম। সমুদ্রের তলায় সাবমেরিনের জন্য ‘উশুস-২ সোনার’ এবং সমুদ্রের উপরে জাহাজের জন্য ‘হামসা সিরিজের সোনার’ প্রদর্শিত হবে। হেলিকপ্টার লঞ্চ নজরদারির জন্য ডাঙ্কিং সোনারও দেখানো হবে। দ্বিতীয়ভাগে দেখানো হবে ল্যান্ড সার্ভিল্যান্স। অর্থাৎ মাটির উপরে নজরদারি। সেখানে কাউন্টার ড্রোন সিস্টেম, শনাক্তকরণ, ট্র্যাকিং, কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল ওয়েপন সিস্টেম, মিসাইল লঞ্চার ভেহিকলের দু’টি ইউনিটও দেখানো হবে। তৃতীয়ভাগে থাকবে এরিয়াল সার্ভিল্যান্স। সেখানে নজরদারি, যোগাযোগ, টার্গেট, ট্র্যাকিং প্রভৃতিও প্রদর্শিত হবে। এছাড়া দেখানো হবে ডিআরডিওর উন্নত সিস্টেমগুলি। এর মধ্যে রয়েছে অর্জুন এমবিটি ট্যাঙ্ক, নাগ মিসাইল সিস্টেম, ব্রহ্মোস মিসাইল প্রভৃতি। সবমিলিয়ে দেশীয় প্রযুক্তি ভাণ্ডারের এক উজ্জ্বল মুখ দুনিয়ার সামনে আসবে।

26th     January,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ