বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অর্থকরী সমস্য হোক বা সংসারে অশান্তি,
ঘরোয়া টোটকায় কীভাবে দূর হবে গ্রহদোষ       

অর্থকরী সমস্যা? সংসারে সুখ-শান্তি বিরাজ করছে না? সমস্যা তো থাকবেই। আবার পাশাপাশি এর প্রতিকারের উপায়ও থাকবে। মানুষের রাশিগত প্রভাবেই হোক বা তাঁর ভাগ্যের কারণে, জীবনে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। এসব কিছু থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্র মতে প্রতিকার বা রত্ন ধারণ তো রয়েছেই। কিন্তু সব সময় সবার পক্ষে চটজলদি কি সেই উপায় অবলম্বন করা সম্ভব? এত কিছু না করেও ঘরোয়া টোটকা মেনেই অনেক সময় সমস্যা দূর করা যায়। আজ সেই রকমই এক প্রতিকারের কথা বলব। আমাদের ঘরের আশপাশে কাক দেখতে পাওয়া খুবই সহজলভ্য বিষয়। সেই কাককেই প্রতিদিন খেতে দিন। মানুষ যত প্রকার বিপদে পড়ে, তার বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় শনি মহারাজ বা রাহুর প্রকোপের কারণে তা হয়। তাই, যদি প্রতিদিন কাককে খাওয়ানো যায়, তা হলে শনি ও রাহুর কুদৃষ্টি অনেকটাই কেটে যায়। কী খাওয়াবেন আর কীভাবে খাওয়াবেন? আসছি সে প্রসঙ্গেই। প্রতিদিন সকালবেলা একটা রুটি টুকরো টুকরো করে বাড়ির এক কোণে বা ছাদে ছড়িয়ে দিতে হবে। রুটি যদি সম্ভব না হয়, তাহলে মুড়ি বা বিস্কুটও খাওয়ানো যেতে পারে। তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে, কাককে খাবার দেওয়ার আগে নিজে কিচ্ছুটি খাওয়া চলবে না। কিছুদিন এই নিয়ম পালন করলেই বুঝবেন ধন-সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলছে। এমনকী অতিরিক্ত ঋণের বোঝা থেকেও মুক্তি ঘটবে। পাশাাশি, হঠাত্‍ কোনও বিপদ আসবে না। আর সংসারের কল্যাণ তথা সুখ-শান্তি সর্বদা বিরাজ করবে।

27th     January,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ