বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বোরো, রবি চাষে
সেচ নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবি ফসল ও বোরো ধানের চাষ সেচ নির্ভর। আসন্ন চাষের মরশুমে সেচের জল সরবরাহ নিয়ে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের  বৈঠক করল সংশ্লিষ্ট দপ্তরগুলি। এই বৈঠকে মূলত চাষের জন্য কী পরিমাণ জল প্রয়োজন, তার সংস্থান কোথা থেকে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, জলসম্পদ দপ্তর প্রায় ৯ লক্ষ হেক্টর জমিতে জল সেচ করে থাকে। গভীর নলকূপ ছাড়াও নদী থেকে তোলা জল জমিতে পাঠানো হয়। সেচের জন্য প্রয়োজনীয় উপকরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কি না, তা আগাম দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। 
পরিস্থিতি পর্যালোচনা করতে জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইঞা যাচ্ছেন মুর্শিদাবাদ ও বর্ধমান জেলায়। সেচমন্ত্রী পার্থ ভৌমিক বাঁকুড়াতে গিয়ে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলা নিয়ে বৈঠক করেন। এদিন বিধাননগরে সেচ দপ্তরের কনফারেন্স রুমে বৈঠকে ওই দুই মন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন। 
মানস জানিয়েছেন, ডিভিসি ছাড়া অন্য বাঁধগুলিতে জল কম আছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও বীরভূম জেলার পরিস্থিতি খারাপ। এবার বর্ষাকালে বৃষ্টিও কম হয়েছে। ফলে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার আশঙ্কা আছে। 

2nd     December,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ