বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বাজেটে ৪০০ বন্দে ভারতের ঘোষণা
করতে চলেছে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাই প্রোফাইল বন্দে ভারত ট্রেনকে কার্যত প্রেস্টিজ ইস্যুতে পরিণত করেছে কেন্দ্রের মোদি সরকার। রেল বোর্ডের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশের সময় আরও শ’চারেক নতুন বন্দে ভারত ট্রেনের ঘোষণা করা হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এর সত্যতা স্বীকার করা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ২০২৩-২৪ আর্থিক বছরের রেল বাজেটের প্রায় পুরোটাই কি তবে বন্দে ভারত ট্রেন-কেন্দ্রিক হতে চলেছে?
সরকারি সূত্রের খবর, গত বাজেটে যে ৪০০টি বন্দে ভারত ট্রেনের ঘোষণা করা হয়েছিল, সেগুলিতে চেয়ার কারের পাশাপাশিই স্লিপার কোচও থাকবে। সম্ভাব্য বন্দে ভারতেও স্লিপার কোচ থাকবে। কিন্তু হাই প্রোফাইল ওই ট্রেন নিয়ে এহেন তাড়াহুড়োর কারণ কী? রেল সূত্রের খবর, ২০২৫-২৬ আর্থিক বছরের মধ্যে বন্দে ভারত ট্রেনের কোচ বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা চূড়ান্ত করার পথে হাঁটছে রেলমন্ত্রক। এক্ষেত্রে ‘টার্গেট’ করা হচ্ছে প্রধানত ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব এশিয়ার দেশগুলিকে। শুধু তাই নয়। রেল বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকেই শয়নযান যুক্ত বন্দে ভারত ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে। আর মূলত যে কারণে বন্দে ভারত ট্রেন তৈরির উপরই সবথেকে বেশি জোর দিতে মরিয়া হয়েছে মোদি সরকার।

2nd     December,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ