বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পশ্চিমবঙ্গকে নিয়ে উচ্ছ্বসিত
রাজ্যপাল সি ভি আনন্দ বোস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলার। বাংলা পথ দেখাবে ভারতকে। আর ভারত পথ দেখাবে গোটা বিশ্বকে।’ বৃহস্পতিবার এই ভাষাতেই পশ্চিমবঙ্গের উচ্ছ্বসিত প্রশংসা করলেন নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এনআরএস হাসপাতালের ‘১৫০ বছরে পা দেওয়া’র অনুষ্ঠান মঞ্চে  তাঁর এই ভাষণের মধ্যেই যেন খুঁজে পাওয়া গেল রাজভবনের মর্যাদা অক্ষুণ্ণ রাখার এক আন্তরিক প্রয়াস। শুধু রাজ্যের প্রতি আস্থা জ্ঞাপনেই ক্ষান্ত থাকেননি রাজ্যপাল, সামাজিক মাধ্যমে সেই বার্তা পৌঁছে দিয়েছেন লাখো লাখো মানুষের কাছে। অনুষ্ঠানের পরপরই রাজ্যপালের সরকারি টুইটার অ্যাকাউন্ট মারফত জানানো হয়, ‘ডঃ বোস এক্সপ্রেসড হিজ কনফিডেন্স ইন দ্য স্টেট’। অথচ, অতীতের একাধিক রাজ্যপাল, কেন্দ্র-রাজ্য সংঘাত এবং বিজেপি-তৃণমূল রাজনৈতিক লড়াইয়ের মাঝে অযাচিত ‘পক্ষভুক্ত’ হয়ে এই কাম্য পরিবেশ নষ্ট করেছেন।     
এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এদিনের অনুষ্ঠানটি ছিল রাজ্যপাল হিসেবে সি ভি বোসের প্রথম অংশগ্রহণ। রাজ্যপাল পদে অভিষিক্ত হওয়ার পর প্রথম ভাষণেই অত্যন্ত ইতিবাচক বার্তাও দিলেন তিনি। মঞ্চে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যদপ্তরের শীর্ষকর্তারা এবং এনআরএসের আধিকারিকরা। আরও ছিলেন তৃণমূল এমপি শান্তনু সেন। বাংলার প্রতি রাজ্যপালের আস্থাসূচক মন্তব্যকে স্বাগত জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের প্রতি আস্থা পোষণ করার পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নততর সমাজ উপহার দিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যপাল। রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের বক্তব্য, ২৮ নভেম্বর বর্তমান উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে সি ভি’র বৈঠকের পর যে উদ্বেগ এবং অস্বস্তির কালো মেঘ রাজ্য প্রশাসনের একাংশকে গ্রাস করেছিল, এই ভাষণে তা কাটল অনেকটাই। রাজ্যপাল নিজের প্রথম ভাষণেই একহাত বাড়িয়ে বলে দিতে চাইলেন, তিনি বাংলার পাশেই আছেন। নিজের ভাষণে দেশের চিকিৎসা ক্ষেত্রে প্রবাদপ্রতিম ডাক্তার নীলরতন সরকার এবং এনআরএস মেডিক্যাল কলেজের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন রাজ্যপাল। ভারতের প্রথম টেস্টটিউব বেবির জনক ডাঃ সুভাষ মুখোপাধ্যায়, কালাজ্বরের টিকার আবিষ্কর্তা ডাক্তার ইউ এন ব্রহ্মচারী প্রমুখের অবদানও স্মরণ করেন তিনি। 

2nd     December,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ