বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

চাল রপ্তানিতে কর প্রত্যাহারে
লাভ হবে না রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু জৈব পদ্ধতিতে উৎপন্ন ধান থেকে তৈরি বাসমতী নয়, এমন চাল বিদেশে রপ্তানির উপর বিশেষ কর আরোপ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজ্যের চাষিদের কোনও সুবিধা হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আতপ চাল বিদেশে রপ্তানির উপর যে অতিরিক্ত কর আরোপ করা হয়েছে সেটি প্রত্যাহার করা হয়নি। এই কর আরোপের ফলে পশ্চিমবঙ্গ থেকে বিদেশে গোবিন্দভোগ চাল রপ্তানি মার খাচ্ছে। 
এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন। রাইস মিল মালিকদের রাজ্য সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক জানান, জৈব পদ্ধতিতে ধান চাষ রাজ্যে বিশেষ হয় না। ফলে কেন্দ্রের সিদ্ধান্তের বিশেষ কোনও প্রভাব বাংলার অর্থনীতিতে পড়বে না। আতপ  চাল রপ্তানিতে অতিরিক্ত কর প্রত্যাহার করলে চাষিরা মোটা স্বর্ণ ধান বিক্রি করে বেশি দাম পেতেন। কারণ এতে রপ্তানির জন্য ধানের চাহিদা বাড়ত। 

2nd     December,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ