বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পুলিসে অনাস্থা, মমতার সঙ্গে কাল
দেখা করবেন নিহত মতিরুলের স্ত্রী

সংবাদদাতা, তেহট্ট: নদীয়ার তৃণমূল নেতা মতিরুল বিশ্বাসের খুনে পুলিসের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলল নিহতের পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস এখনও কোনও মামলাই রুজু করেনি, এমন দাবি করে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন নিহত মতিরুল বিশ্বাসের (৪৫) স্ত্রী তথা নারায়ণপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা বিশ্বাস। তাঁর অভিযোগ, ঘটনার পর তিনদিন কেটে গেলেও পুলিস এখনও মামলাই রুজু করেনি। এই অভিযোগ নিয়ে সোমবার মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর জেলা পুলিস সুপারের সঙ্গে দেখা করেন নিহতের পরিবার। 
যদিও পুলিসের দাবি, ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে। নিহত নেতার  স্ত্রীর অভিযোগ, পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও এফআইআরের প্রতিলিপি মেলেনি। রীনা বলেন, তিনদিন হয়ে গেল এফআইআর করেছি। এখনও কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। উল্টে খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রীনা বলেন, মুখ্যমন্ত্রী বুধবার তাঁদের সময় দিয়েছেন। ওইদিন তাঁরা কলকাতায় যাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মতিরুলের খুনের পর তাঁর স্ত্রী রীনা বিশ্বাস দাবি করেছিলেন, মুর্শিদাবাদ পুলিসের উপর আস্থা রাখলে স্বামীর ‘খুনি’-রা কোনও দিনই সাজা পাবে না। পুলিসের উপর ‘খুনি’-দের নিয়ন্ত্রণ রয়েছে। বলেছিলেন, মুর্শিদাবাদ জেলা পুলিসের উপর হাবিবের যথেষ্ট প্রভাব রয়েছে। সেই জন্যই আমরা সিআইডি তদন্তের দাবি জানাচ্ছি। মতিরুলের মাসির ছেলে তথা তৃণমূল নেতা মিঠু শাহ বলেন, স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন রীনা। তাই সিআইডি বলতে গিয়ে ভুল করে সিবিআই বলে ফেলেছিলেন। কিন্তু আমরা সিআইডি তদন্ত চাই। আমাদের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস এই ঘটনার সঠিক তদন্ত করবে। এই বিষয়ে কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, আমরা আমাদের জেলায় তদন্ত করছি। তেমনই মুর্শিদাবাদ জেলা পুলিস খুনের ঘটনার তদন্ত করছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। 

29th     November,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ