বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মাছ উৎপাদনে
স্বনির্ভর হচ্ছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে স্বয়ম্ভর হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। ভিন রাজ্য থেকে মাছের সরবরাহ আগের তুলনায় অনেক কমেছে। সোমবার বিধানসভায় এই দাবি করলেন মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এদিন বিধানসভায় মৎস্য সংক্রান্ত ১৩৩ বছরের পুরনো একটি আইন প্রত্যাহার করার জন্য বিল আনা হয়। ১৮৮৯ সালের প্রাইভেট ফিশারিজ প্রোটেকশন আইনটি প্রত্যাহার করার জন্য বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এই আইনটি প্রত্যাহার করার জন্য রাজ্য ল কমিশন সরকারের কাছে সুপারিশ করেছিল।
মন্ত্রী জানিয়েছেন, মৎস্য সংক্রান্ত বিষয়ে সময় উপযোগী একটি আইন তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, মৎস্যজীবীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ বিভিন্নভাবে সরকার সাহায্য করে থাকে। তাঁদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রদের থেকে মৎস্যজীবীরা কাজের মধ্যে দিয়ে অনেক বেশি জানেন সেটাও উল্লেখ করেন মন্ত্রী। বিলটিকে সমর্থন করলেও মৎস্য চাষের পরিকাঠামোসহ আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী বিজেপি বিধায়করা। কয়েক বছর আগে ঘোষণা করা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরের ময়নায় মৎস্য হাব হয়নি বলে অভিযোগ করেন অশোক দিন্দা। মৎস্য চাষের লিজের জমির অপব্যবহার এবং মাছের খাদ্য উৎপাদনের ঘাটতির প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়করা। -ফাইল চিত্র

29th     November,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ