বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিদ্যুৎ কর্মীদের বেতন কাঠামো 
বিন্যাসের আশ্বাস দিলেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভায় কর্মীদের বেতন কাঠামোর বিন্যাসের আশ্বাস দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। রবিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এই সভায় অন্যতম দাবি ছিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি ও সবার জন্য পেনশন। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে মলয়বাবু বলেন, বিদ্যুৎ কর্মীরা অত্যন্ত ঝুঁকির সঙ্গে সাধারণ মানুষকে পরিষেবা দেন। তাঁদের সুযোগ-সুবিধাগুলি নিয়ে দপ্তর শীঘ্রই আলোচনায় বসবে এবং বেতন কাঠামোর বিন্যাসের চেষ্টা করবে। পাশাপাশি তিনি বলেন, কর্মীদের নতুন পরিচয় হচ্ছে বিদ্যুৎ সহায়ক কর্মী হিসেবে। এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্মাণকর্মী হিসেবে নয়, কর্মচারী হিসেবে নতুন শ্রেণিতে যেহেতু তাঁদের আনা হচ্ছে, তাই আশা করা যায়, আগামী বছরেই নতুন বেতনক্রম চালু হবে।

28th     November,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ