বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

নারী ও শিশু কল্যাণে আলাদা
বাজেট, প্রশংসা ইউনিসেফের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩-২৪ আর্থিক বর্ষ থেকে নারী ও শিশু কল্যাণে (জেন্ডার বাজেটিং) পৃথক বাজেট আনছে রাজ্য। ইতিমধ্যে তার কাজও শুরু করে দিয়েছে অর্থদপ্তর। এই পদক্ষেপের জন্য রাজ্যের ভূয়সী প্রশংসা করল ইউনিসেফ। শনিবার শিশু ও নারী কল্যাণে পৃথক বাজেট নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ সহ রাজ্য সরকারের স্বাস্থ্য, পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন ইউনিসেফের কর্তারাও। ‘ওয়ার্কশপ অন চাইল্ড অ্যান্ড জেন্ডার রেসপনসিভ বাজেটিং’ শীর্ষক এই কর্মশালায় রাজ্যের এক আধিকারিক জানান, নারী এবং শিশু কল্যাণে রাজ্য ইতিমধ্যে একাধিক প্রকল্প নিয়েছে। পৃথক বাজেট হলে সেই কাজ আরও গতি পাবে। এই উদ্যোগের জন্য বাংলার ভূয়সী প্রসংশা করেছেন ভারতে ইউনিসেফের সংশ্লিষ্ট বিভাগের প্রধান হিউন হি ব্যান। মুখ্যসচিব বলেন, এই সিদ্ধান্ত রাজ্যের নারী ও শিশুদের কল্যাণে এক নতুন দিশা দেখাবে।

27th     November,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ