বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিশেষভাবে সক্ষমদের নাম ভোটার
তালিকায় তুলতে অভিযান কমিশনের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিশেষভাবে সক্ষম কোনও মানুষের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তার জন্য রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু করল নির্বাচন কমিশন। জেলায় যেখানে যেখানে বিশেষভাবে সক্ষমদের স্কুল বা অন্য প্রতিষ্ঠান রয়েছে সেখানে ক্যাম্প করা হচ্ছে। পাশাপাশি কমিশনের অ্যাপের মাধ্যমেও নাম তোলা যাচ্ছে তালিকায়। এই বিষয় নিয়ে জোরদার প্রচার শুরু করেছে নির্বাচন কমিশন। 
শনিবার বেহালার ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টির উপর জোর দেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু। তিনি বলেছেন, ‘নতুন করে নাম তোলা বা সংশোধনীর কাজ শুরু হয়েছে ৯ নভেম্বর থেকে। এই কাজ চলবে ৮ ডিসেম্বরের পর্যন্ত। বিশেষভাবে সক্ষমদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে। রবিবার প্রত্যেক জেলায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। একজনও বিশেষভাবে সক্ষম ভোটার যাতে বাদ না যায় তার দিকে লক্ষ্য রাখছি আমরা।’
বিশেষভাবে সক্ষমদের জন্য পি ডব্লু ডি নামে একটি অনলাইন পরিষেবা চালু করেছে কমিশন। সেখানে এই শ্রেণির ভোটাররা নিজেদের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। পাশাপশি বিশেষভাবে সক্ষম ভোটাররা নিজেদের  চিহ্নিতকরণের কাজও সেখানে করে রাখতে পারবেন। এর ফলে পরবর্তী সময়ে এই ধরনের ভোটারদের চিহ্নিত করতে সুবিধা হবে কমিশনের। তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ১৩ লক্ষ বিশেষভাবে সক্ষম রয়েছেন। তার মধ্যে প্রায় ১০ লক্ষ ভোট দেওয়ার যোগ্য। অথচ তাঁদের সবার নাম ভোটার তালিকায় নেই। মাত্র সাড়ে ৫ লক্ষ এমন ভোটারকে চিহ্নিত করা গিয়েছে। লক্ষ্যপূরণ করতে তাই এবার বিশেষ অভিযান চালিয়ে যোগ্য প্রার্থীদের ভোটার তালিকাভুক্ত করতে চাইছে কমিশন।

27th     November,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ