বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

উত্তর কাশীতে নিখোঁজ
রাজ্যের তিন পর্বতারোহী

নিজস্ব প্রতনিধি, কলকাতা: চোখের পাতা এক তো হচ্ছেই না, উল্টে ফোন বেজে উঠলেই বুকের ভিতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। শেষ ফোনে বেহালার অমিত সাউ তাঁর স্ত্রীকে জানিয়েছিলেন, এখন আমরা ক্যাম্প থেকে আরও উপরে দ্রৌপদী কা ডান্ডার দিকে এগচ্ছি। মোবাইলের সিগন্যাল থাকবে না। আবার ৮ তারিখে ফোন করব। সেই দিনটি আসার আগেই কন্যাকুমারী সাউয়ের কাছে খবর এল তাঁর স্বামী তুষার ঝড়ের কবলে পড়েছেন। এখনও নিখোঁজ। বাড়িতে রয়েছেন অমিতের বৃদ্ধা মা ও ন’বছরের ছেলে। তাঁর স্ত্রী বলছিলেন, গতবছরই উত্তরাখণ্ডে ট্রেক করে এসেছেন। কয়েক মিনিট অন্তর অন্তর উত্তরাখণ্ডের কন্ট্রোল রুমে ফোন ঘোরাচ্ছেন কন্যাকুমারী। সেখান থেকে বলছে, এখনও কোনও খবর নেই। সংবাদ মাধ্যমের ফোন পেয়েই তিনি ধরা গলায় বলছেন, কোনও খবর আছে? 
একই পরিস্থিতি নিউ বারাকপুরের সরকার বাড়িতে। পেশায় স্কুল শিক্ষক সন্দীপ সরকারের বরাবরই পাহাড়ে ওঠার নেশা। স্ত্রীকে ফোন করে ৮ তারিখে আবার কথা হবে বলেছিলেন। বাড়িতে তাঁরও এক ছেলে রয়েছে। স্বামীর নিখোঁজ সংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েছেন সন্দীপবাবুর স্ত্রী। উদ্বিগ্ন কণ্ঠস্বরে তাঁর শ্যালক সুশঙ্কর রায়ের প্রশ্ন, আপনাদের কাছে কোনও খবর আছে কি? ১০ মিনিট আগেই ফোন করেছিলাম কন্ট্রোল রুমে। এখনও ‘নিখোঁজ’ বলা হচ্ছে সেখান থেকে। 
সৌরভ বিশ্বাস নামে রাজ্যের আরও এক পর্বতারোহী নিখোঁজ বলে জানা যাচ্ছে। অর্থাৎ, এই যাত্রায় নিখোঁজ রাজ্যের তিনজন পর্বতারোহী।  
অন্যদিকে, স্বস্তির নিশ্বাস ফেলেছে বারাকপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী মধুরিমা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিরাপদে রয়েছেন। উত্তরাখণ্ড থেকে তিনি ফোনে জানালেন, এখন আমরা নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনারিংয়ের বেস ক্যাম্প থেকে আরও নীচে নেমেছি। আমার একটু নিশ্বাসের সমস্যা হচ্ছিল বলে আর উঠিনি। তুষার ঝড়ের কবলে আমাকে পড়তে হয়নি। এই ইনস্টিটিউট থেকেই পর্বতারোহণে বেসিক কোর্স করেছিলেন তিনি। অ্যাডভান্সড কোর্সের জন্যই এই পর্বতারোহণের ব্যবস্থা করা হয়েছিল। 
বীরভূমের প্রদীপ সিংহ ভারতীয় সেনাবাহিনীতে রয়েছেন। তিনি ক্যাম্প ওয়ান থেকেই ইনস্টিটিউটের বেস ক্যাম্পে ফিরে এসেছেন। উত্তরাখণ্ড থেকে ফোনে বলছিলেন, ক্যাম্প ওয়ান পর্যন্ত গিয়ে শরীর খারাপ লাগছিল বলে আর উঠিনি। এই মুহূর্তে আমরা উত্তর কাশীতে ক্যাম্পে রয়েছি। ওই সময়ে আরও বেশকিছু জায়গায় তুষার ঝড় শুরু হয়েছিল। অত উপরে এইরকম পরিস্থিতিতে সকলেই ভয় পেয়েছিলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ৬ কিমি দূরে ঘটনা ঘটেছিল। 
ভারতীয় সেনা ও বায়ুসেনার সঙ্গে উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, হাই অল্টিটিউড ওয়েলফেয়ার স্কুল, আইটিবিপি উদ্ধারকার্যে নেমেছে। এখনও ১৩ জন শিক্ষানবিশ পর্বতারোহী নিখোঁজ। গত মঙ্গলবার থেকে উদ্ধারকার্য চালিয়ে এখনও পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে ১৪ জন নবিশ পর্বতারোহী ও দু’জন ইনস্ট্রাকটর। উদ্ধার হয়েছে সবিতা কনসওয়ালের মৃতদেহ। যাঁর নামের পাশে রয়েছে ১৫ দিনে এভারেস্ট ও মাউন্ট মাকালু জয়ের জাতীয় রেকর্ড। 
আগামী তিনদিনের জন্য উত্তর কাশীতে খারাপ আবহাওয়ার জন্য পর্বতারোহণ বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। ঘটনার খবর পেয়ে রাজ্য বিপর্যয় টিমের পাঁচ সদস্য ও ইনস্টিটিউটের তিনজন হেলিকপ্টারে উদ্ধার কাজ চালাতে পৌঁছে যান। পরে তাঁরা দেরাদুনে ফিরে আসেন। আরও পরে বরেইলির বায়ুসেনা ঘাঁটি থেকে একটি চপার উত্তর কাশীর মাটলিতে নিয়ে যাওয়া হয়। বায়ুসেনার দু’টি কপ্টার সাহারানপুর থেকে গোটা এলাকা খতিয়ে দেখে হর্সিলের সেনা হেলিপ্যাডে যায়। খারাপ আবহাওয়ার জন্য বারবার উদ্ধারকার্য ব্যাহত হয়েছে। এমনকী, অত্যন্ত উঁচু খাড়াই অবস্থানের জন্য যোগাযোগেও সমস্যা হয়েছে। তার মধ্যেও জোর কদমে চলছে উদ্ধার কাজ।

7th     October,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ