বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভেস্তে যাবে না 
উৎসব, আশাবাদী আবহাওয়াবিদরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণাবর্তের প্রভাবে পুজোর চারদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সেই বৃষ্টি উৎসবের আনন্দ একেবারে ভেস্তে দিতে পারবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আজ, রবিবার মহাসপ্তমীর দিন থেকে মঙ্গলবার মহানবমী পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হবে মাঝেমধ্যে। দশমীর দিনও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় সপ্তমীর দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অষ্টমী ও নবমীর দিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,  দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। কলকাতায় পুজোর চারদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। সপ্তমী থেকে নবমী পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় কয়েক পশলা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। দশমীর দিন কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গে আজ, সপ্তমীতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এদিকে, শনিবার মহাষষ্ঠীর বিকেলে কলকাতা, হাওড়ার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়। 
এদিন সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় কার্যত ভেঙে পড়েছিল। সন্ধ্যার মুখে সেই ভিড় যখন আরও ব্যাপক চেহারা পেতে চলেছে, সেই সময় উত্তর কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার একাংশে বৃষ্টি বাধ সাধে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্তটি আজ, রবিবার উত্তর-পূর্ব ও  সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা। সেটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা  নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস। শনিবার তিনি জানান, ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপ বা অতি গভীর  নিম্নচাপে পরিণত হলে পুজোর সময় দক্ষিণবঙ্গে দুর্যোগ পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকত। তেমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। আগামী কয়েক দিন আকাশ মেঘলা থাকলে এবং মাঝেমধ্যে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলবে।
বৃষ্টি মাথায় নিয়ে পুজো দেখা। শনিবার সন্ধ্যায় তোলা নিজস্ব চিত্র।

2nd     October,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ