বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পুজোতেও রাজপথে চাকরি প্রার্থীদের
বিক্ষোভ প্রদর্শনে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সময়ও কলকাতার রাজপথে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে পারবেন বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। শুক্রবার এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও ২০০৯ সাল থেকে প্রাথমিক স্কুলে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। যে কারণে অবস্থান বিক্ষোভ করতে চান দক্ষিণ ২৪ পরগনার চাকরি প্রার্থীদের একাংশ। কিন্তু পুজোর কারণ দেখিয়ে তাঁদের অবস্থান বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি শুনানি হয়। রাজ্যের যুক্তি মানতে চাননি বিচারপতি মান্থা। বিচারপতি বলেন, ‘রাজ্যের যুক্তি গ্রহণযোগ্য নয়। যোগ্য প্রার্থীরা চাকরি ভিক্ষা করবেন, আর পুজোর দোহাই দিয়ে পুলিস আন্দোলন আটকাবে, এটা হতে পারে না।’ এরপরই বিচারপতি নির্দেশে জানান, আগামী একমাসের জন্য ধর্মতলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনার ওই প্রাথমিক চাকরি প্রার্থীরা। তবে নির্দিষ্ট সময় মেনে কর্মসূচি করতে হবে।  বিচারপতি তাঁর নির্দেশে আরও জানিয়েছেন, বিক্ষোভ সমাবেশের স্থান অর্থাৎ রানি রাসমণি রোড, গান্ধীমূর্তির পাদদেশ বা অন্য কোন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করা যাবে, তা পুলিসের সঙ্গে আলোচনা করে স্থির করবেন চাকরি প্রার্থীরা।

1st     October,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ