বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বৃষ্টির ঘাটতি ১০ জেলায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুন থেকে সেপ্টেম্বর— বর্ষার ভরা মরশুমেও বৃষ্টির ঘাটতি রয়েছে রাজ্যের ১০টি জেলায়। এর মধ্যে সাতটিই দক্ষিণবঙ্গে। সার্বিকভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে গড় বৃষ্টিপাত কম হলেও ঘাটতি নেই। আবহাওয়ার বিচারে স্বাভাবিকের থেকে ১৯ শতাংশ পর্যন্ত কম বৃষ্টি হলে তাকে ঘাটতি হিসেবে ধরা হয় না। দক্ষিণবঙ্গে সার্বিকভাবে স্বাভাবিকের থেকে ২৭ শতাংশ বৃষ্টি কম হয়েছে। উত্তরবঙ্গে হয়েছে ১৪ শতাংশ কম। অক্টোবর মাসের গোড়ার দিকেও রাজ্যে বর্ষা থাকে। তবে এই সময়ে যে বৃষ্টি হয়, তা সরকারি হিসেবে ওঠে না। নিম্নচাপের প্রভাবে অক্টোবরের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। কিন্তু তা দিয়ে বর্ষার ঘাটতিকে চাপা দেওয়া যাবে না। কৃষিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ ডঃ মৃণাল বিশ্বাস জানিয়েছেন, সাম্প্রতিককালে রাজ্যে এতটা বৃষ্টির ঘাটতি হয়নি। সেপ্টেম্বরে তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে। জুন থেকে আগস্ট পর্যন্ত অনেকটাই ঘাটতি ছিল। যার ফলে সামগ্রিক হিসেবে ঘাটতি চিহ্নিত হয়েছে।
কৃষিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সব থেকে বেশি ঘাটতি হয়েছে মালদহে (স্বাভাবিকের থেকে ৫৫ শতাংশ কম)। দুই দিনাজপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূমে স্বাভাবিকের থেকে ৪০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ঘাটতি রয়েছে কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া জেলায়। 
তবে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় সেভাবে বৃষ্টির ঘাটতি নেই। এই জেলাগুলির কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়নি। স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে শুধু জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি কম হওয়ার কারণে এবার রাজ্যের কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। স্থানীয়ভাবে কিছু এলাকা সাময়িকভাবে জলমগ্ন হয়েছিল।
বৃষ্টির কম হওয়ায় দক্ষিণবঙ্গে ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ইত্যাদি জেলায় এই সমস্যা বেশি। অনেক জায়গায় ধানের পরিবর্তে বিকল্প ফসল চাষের উদ্যোগ নিয়েছে কৃষিদপ্তর।

1st     October,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ