বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সাহসিকতার পরিচয় দিয়ে অপহরণের হাত
থেকে বাঁচলেন নবম শ্রেণীর পড়ুয়া

কালনা, ২৭ সেপ্টেম্বর: পড়াশুনার জন্য খাতা কিনতে গিয়েছিলেন। তখনই দুই যুবকের কুনজরে পড়ে যায় এক নবম শ্রেণীর ছাত্রী। দোকান থেকে খাতা কিনে বেরোতেই ভয় দেখিয়ে ওই ছাত্রীকে কিছুদূর নিয়ে গিয়ে বাইকে তুলে নিয়ে চম্পট দেন দুই যুবক। প্রাণ ভয়ে বাঁচতে ওই ছাত্রী চেঁচামেচি করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বাইকে যাওয়ার সময় ছুরির কোপ মারার ভয় দেখাতে থাকেন ওই দুই যুবক। তারপর সাহসিকতার পরিচয় দিয়ে মুক্ত ওই নবম শ্রেণীর পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদানঘাটে। গতকাল, সোমবার রাস্তার মধ্যে থেকেই ওই পড়ুয়াকে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিছুটা দূরে নাদানঘাটের ব্রিজের কাছে বাইক থামিয়ে এক যুবক জল আনতে গেলে সেই সুযোগে সাহসিকতার পরিচয় দিয়েছেন ওই পড়ুয়া। বাইকে থাকা অপর এক যুবকের হাত কামড়ে পালিয়ে যান। তারপরে একটি টোটো ধরে নিজের স্কুলে চলে যান। গিয়ে নিজের বান্ধবীকে সমস্তটা জানান। তারপরে ওই বান্ধবী স্কুলের সবাইকে জানান। তারপরে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ওই পড়ুয়াকে ভর্তি করা হয়। পুরো ঘটনাটি পুলিসের কাছে জানায় ওই পড়ুয়ার পরিবার। যার ফলে তদন্ত শুরু করেছে পুলিস। দিনের বেলায় এই ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। ছাত্রীতি আপাতত অসুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

27th     September,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ