বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ধান বিক্রি করার জন্য এবার
অনলাইনেই মিলবে তারিখ

রামকুমার আচার্য, বাঁকুড়া: এবার সিপিসি-তে ধান বিক্রির জন্য অনলাইনে তারিখ নিতে পারবেন  চাষিরা। নিজের অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই নির্দিষ্ট পোর্টালে গিয়ে ওই আবেদন করা যাবে। তারসঙ্গে থাকছে আগের পদ্ধতিও। আগামী খরিফ মরশুমে এই পদ্ধতি সক্রিয়ভাবে চালু হচ্ছে। প্রশাসনের বক্তব্য, সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা ও হয়রানি কমাতেই এমন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। 
বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) অরিন্দম বিশ্বাস বলেন, প্রত্যেক সিপিসি-তে কোটা অনুযায়ী সংশ্লিষ্ট তারিখে অনলাইনে আবেদনের ভিত্তিতে চাষি ধান বিক্রির সুযোগ নিতে পারবেন। চাষিরা যাতে এই সুবিধা পান তারজন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণও দেব।
খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য খাদ্যদপ্তর সিপিসি(সেন্ট্রালাইজড প্রোকিওরমেন্ট সেন্টার) খোলে। প্রান্তিক চাষিরা সেখানে গিয়ে ধান বিক্রি করেন। এছাড়া আরও নানা মাধ্যমে ধান বিক্রির সুযোগ রয়েছে চাষিদের। চলতি খরিফ মরশুমের তুলনায় এবার সহায়ক মূল্য প্রায় ১০০টাকা বাড়িয়েছে সরকার। উল্লেখ্য, চাষিদের সিপিসিতে ধান বিক্রির জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। পরে সিপিসি-তে গিয়ে ধান বিক্রির জন্য নির্দিষ্ট তারিখ নিতে হয়। চলতি বছর পর্যন্ত এই নিয়মেই চাষিরা ধান বিক্রি করেছেন। এতে চাষিদের হয়রান হতে হতো। শুধুমাত্র ধান বিক্রির তারিখের জন্য চাষিদের সিপিসি-তে গিয়ে ঘুরে আসতে হতো। সেখানে দীর্ঘ লাইনে তাঁদের দাঁড়িয়ে থাকতে হতো। এক্ষেত্রে চাষিরা স্বজন-পোষণ সহ নানা অনিয়মের অভিযোগও তোলেন। 

27th     September,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ