বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকেই বৃষ্টির
পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরপুর উৎসাহে জল ঢেলে দেওয়া বোধ হয় একেই বলে! উৎসব যখন একেবারে দোরগোড়ায়, তখন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেন এক বালতি দুধে একটু চোনা! সোমবার তারা জানিয়ে দিয়েছে, বৃষ্টি শুরু হবে সপ্তমী থেকেই। চলবে দশমী পর্যন্ত। অর্থাৎ পুজোর চারদিনই বৃষ্টিবিঘ্নিত হওয়ার আশঙ্কা। শনিবার অর্থাৎ ষষ্ঠীর দিনে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে রবিবার, সপ্তমী থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস সোমবার এ কথা জানিয়েছেন। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার সৃষ্ট এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। গণেশবাবু জানিয়েছেন, বুধবার থেকে পুজোর দিনগুলিতে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে। সাধারণত কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার দিন পাঁচেক আগে থেকে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যায়। তাই সোমবার এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি আবহাওয়াবিদরা। তবে তাঁরা জানিয়েছেন, এই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বেশি হবে। পুজোয় বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে সব মহলেই। সোমবার পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঝড়-বৃষ্টি হতে পারে। মায়ের কাছে প্রার্থনা, সব ডুবিয়ে দিও না।’ 
রাজ্য থেকে খাতায়কলমে বর্ষা বিদায় নেওয়ার আগেই এবার পুজো এসে পড়েছে। তাই বৃষ্টির আশঙ্কা ছিলই। ঠিক এই সময় বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় পুজোয় কম-বেশি বৃষ্টির আশঙ্কা আরও জোরালো হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম থাকবে। কোথাও কোথাও বজ্রগর্ভ  মেঘ থেকে বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই কারণেই বৃষ্টি হয়েছে।

27th     September,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ