বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

১১ ডিসেম্বর টেট, শূন্যপদ ১১ হাজার
আবেদন গ্রহণ শুরু লক্ষ্মীপুজোর পর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগেই এল সরকারি চাকরির সুখবর। নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষক। শূন্যপদও বিপুল। সোমবার সাংবাদিক বৈঠক করে সেকথা ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। জানালেন, আগামী ১১ ডিসেম্বর নেওয়া হবে প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট)। তার পাশাপাশি চলবে ইতিমধ্যেই টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। তার জন্য হাতে রয়েছে ১১ হাজারের বেশি শূন্যপদ। পুজোর আগেই প্রকাশিত হবে জোড়া বিজ্ঞপ্তি। তবে, টেটের আবেদন এবং নিয়োগের ইন্টারভিউ—দু’টি ক্ষেত্রের জন্য অনলাইন পোর্টাল খুলবে লক্ষ্মীপুজোর পরে। এদিন সকালে বিদ্যাসাগর অ্যাকাডেমির অনুষ্ঠানে হাজির হয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টেট আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর বিকেলেই দিন ঘোষণা করে দেয় পর্ষদ।
সুখবর দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও (এসএসসি)। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা শিক্ষকের ১৪০৯টি শূন্যপদে নিয়োগের জন্য পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। পুজোর পরে শুরু হবে কাউন্সেলিং। এই শিক্ষক পদপ্রার্থীদের একটা বড় অংশই দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাঁদের মধ্যে থেকে নিয়োগের জন্য এর আগে প্রায় ১৬০০ বাড়তি শূন্যপদের তালিকা সরকারকে পাঠিয়েছিল এসএসসি। পরে দেখা গিয়েছে, সেই সংখ্যাটা আদতে কিছুটা কম। শারীরশিক্ষায় শূন্যপদ রয়েছে ৮২৪ এবং কর্মশিক্ষায় ৫৮৫টি। এবার জেলাভিত্তিক শূন্যপদের হিসেব এলেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ওয়েটিং লিস্টের সবাই চাকরি পাবেন বলে আশা চেয়ারম্যানের।
অন্যদিকে, পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, বিভিন্ন সময় নিয়োগের পরে যে শূন্যপদগুলি রয়ে গিয়েছিল, সেগুলিও এই ১১ হাজারের মধ্যে অন্তর্ভুক্ত। বর্তমানে আদালতের নির্দেশে নিয়োগগুলি এই খাত থেকেই পূরণ করতে হচ্ছে। সেক্ষেত্রে শূন্যপদের সংখ্যা আরও খানিকটা কমতে পারে। তবে, সরকারের কাছ থেকে যদি বছরে দু’বার শূন্যপদের অনুমোদন মেলে, তাহলে দু’দফাতেই নিয়োগ করতে প্রস্তুত পর্ষদ। শুধু তাই নয়, ২০২৩ সালেও টেট নেওয়া হবে। নিয়োগে কিছুটা দেরি হলেও শেষপর্যন্ত টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্তরা চাকরি পাবেন বলেই আশ্বাস দিয়েছেন গৌতমবাবু। তিনি জানিয়েছেন, সম্প্রতি গঠিত প্রাথমিক শিক্ষা পর্ষদের গ্রিভান্স সেলে ইতিমধ্যেই ১০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। সেগুলি সমাধানের পদক্ষেপ শুরু করবে পর্ষদ। তবে পুজোর মধ্যে আবেদন গ্রহণ করা হচ্ছে না। কারণ, যদি কোনও প্রযুক্তিগত সমস্যা হয়, সেক্ষেত্রে সমাধানের উপায় থাকবে না। পুজোর ঠিক পরেই আবেদন গ্রহণ শুরু হবে। তার জন্য পর্যাপ্ত সময় দেবে পর্ষদ। এনসিটিই নির্দিষ্ট বয়সসীমা বা যোগ্যতাবিধি অনুযায়ী টেট এবং পাশাপাশি চলা নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন জানানো যাবে।

27th     September,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ