বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

প্রতি ১০ বছরে আধার আপডেট বাধ্যতামূলক

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: একবার আধার কার্ড করালেই নিশ্চিন্ত থাকার দিন শেষ! কারণ, এবার আসছে নয়া নিয়ম। ১০ বছর অন্তর আধারের ‘আপডেট’ করাতে হবে সাধারণ মানুষকে। যদি ব্যক্তিগত তথ্যের কোনও পরিবর্তনের প্রয়োজন থাকে, তা করা যাবে। এমনকী, তেমন কোনও প্রয়োজনীয়তা না থাকলেও আপডেটের জন্য ‘আপলোড’ করতে হবে পুরনো তথ্যই। দেশজুড়ে শীঘ্রই এই উদ্যোগ শুরু হতে চলেছে। বাংলায় প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ মানুষের আধার কার্ড রয়েছে। তাঁরা প্রত্যেকে এই নয়া নিয়মের আওতায় পড়বেন।
কেন এই উদ্যোগ? সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, বর্তমানে আধারের সঙ্গে নানা সরকারি প্রকল্প ‘লিঙ্ক’ করানো হচ্ছে। ফলে মানুষের নানা ব্যক্তিগত ও গোপনীয় তথ্য থাকছে সেখানে। সঙ্গে রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও। ভবিষ্যতে আধার নির্ভর পরিষেবা আরও বাড়বে। সেক্ষেত্রে আর্থিক ও সামাজিক তথ্য সংক্রান্ত জালিয়াতি বা প্রতারণা রুখতেই এই বিশেষ বন্দোবস্ত। এর ফলে আম জনতার সাম্প্রতিকতম তথ্যও থাকবে আধার কর্তৃপক্ষের কাছে।
হাওড়া জেলার একটি অংশে এই সংক্রান্ত পাইলট প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই কলকাতা পুরসভা এলাকা ও হাওড়ায় সামগ্রিকভাবে এই কাজ করতে চায় আধার কর্তৃপক্ষ। তারপর প্রতিটি জেলায় ছড়িয়ে যাবে উদ্যোগটি। ইতিমধ্যেই সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে কলকাতা পুরসভায়। এক পুর আধিকারিক জানিয়েছেন, দিন তিনেক আগে এই সংক্রান্ত নির্দেশিকা এসেছে। দ্রুত কাজ শুরু হবে। তবে উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সামনেই ছুটিপর্ব। তাই পুজোর পর জোরকদমে কাজ শুরু হবে। তার আগে পুরসভা আধার সংক্রান্ত প্রচারপর্ব চালাবে বলেও দাবি তাঁর।
আধার আপডেট করার ব্যাপারে স্থানীয় প্রশাসন প্রচার চালাবে বলে জানা গিয়েছে। একটি নির্দিষ্ট সময় পর যে নাগরিকরা আপডেট করবেন না, তাঁদের তালিকা রাজ্য প্রশাসনকে দিয়ে দেওয়ার কথা আধার কর্তৃপক্ষের। সেখান থেকে তা অাঞ্চলিক স্তরে পৌঁছবে। সেই তালিকা ধরেই নাগরিকদের ফের সচেতন করা হবে। প্রয়োজনে ক্যাম্পও করা হতে পারে। 
আধার সেবাকেন্দ্র সহ রাজ্যের যেখানে যেখানে এই সংক্রান্ত কাজ করা হয়, সেখানেই ‘আপডেট’ করার সুযোগ মিলবে বলে জানা গিয়েছে। তার জন্য নির্দিষ্ট চার্জ মেটাতে হবে। ঠিকানা বদল, নাম পরিবর্তন, মোবাইল, ই-মেলের বদল বা নতুন করে সেই সব তথ্য তোলার মতো কাজগুলিই করতে হবে আধার গ্রাহককে। হাতের আঙুলের ছাপ না মেলা বা নতুন করে ছবি তোলার মতো কাজগুলিও এই সুযোগে করিয়ে নেওয়া যাবে। আর যাঁদের এসবের কিছুরই দরকার নেই, তাঁরা পুরনো তথ্যগুলিই রাখবেন। কিন্তু ‘আপডেট’ বাধ্যতামূলক।   

25th     September,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ