বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

দেবীপক্ষের সূচনায় রাজ্যে আড়াইশোরও
বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী
শহরের পুজো প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিস কমিশনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার রাজ্যের সব জেলার ২৫০-র বেশি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রতিবছরের মতো এবারও তিনি মন্ত্রিসভার সহকর্মী ফিরহাদ হাকিমের ‘চেতলা অগ্রণী’র দেবী প্রতিমার চোখ আঁকবেন। মহালয়ায় দেবীপক্ষের সূচনায় তা অনুষ্ঠিত হবে। সেখান থেকেই জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই পর্বেই আজ রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘সুরুচি সঙ্ঘে’র আয়োজনের থিম প্রকাশ হবে। 
রবিবার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার প্রকাশ ও গায়িকা হিসেবে দল সুপ্রিমোর প্রথম অ্যালবাম ‘বাংলার গান, উৎসবের গান’ প্রকাশিত হবে। সেই অনুষ্ঠান শেষে দুর্গাপুজোর উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক, বাবুবাগান হয়ে  চেতলা অগ্রণীতে তাঁর পৌঁছনোর কথা। সেখান থেকেই ভার্চুয়ালি জেলার পুজোগুলিরও উদ্বোধন করবেন জননেত্রী। প্রতিটি জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। 
২৫০টি পুজোর মধ্যে রয়েছে উত্তর শহরতলির বরানগরের নেতাজিনগর লোল্যান্ড পুজো কমিটি, ন’পাড়া দাদাভাই সঙ্ঘ, বেলঘড়িয়া বাণীমন্দির ও সোদপুর নবদয় সঙ্ঘ। প্রসঙ্গত, গতবছর করোনাকালেও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি জেলার পুজো উদ্বোধন করেছিলেন। সেই অনুষ্ঠান হয়েছিল আলিপুর পুলিস লাইন থেকে। অন্যদিকে, শনিবার সকালে শহরের সমস্ত বড় পুজোগুলির প্রস্তুতি খতিয়ে দেখেন পুলিস কমিশনার বিনীত কুমার গোয়েল। মোট সাতটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন সিপি। প্রথমে তিনি যান দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো একডালিয়া এভারগ্রিনে। এরপরে বোসপুকুর শীতলা মন্দির, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ ও বেহালা নতুন দলের মণ্ডপে যান। সেখান থেকে মধ্য কলকাতার কলেজ স্কোয়ারের পুজো প্রাঙ্গন ঘুরে দেখেন সিপি। 
পরিদর্শনের পর সিপি বলেন, সব পুজোগুলিই পুলিসের নির্দেশ মেনে যাবতীয় ব্যবস্থা করেছে। একেবারে শেষ মূহূর্তের প্রস্তুতি চলছে। সবাইকে পুজোর শুভেচ্ছা।

25th     September,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ