বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কেষ্টর ‘ডায়েট চার্ট’ মেনে
পুজোয় ভূরিভোজ জেলে
পাতে পড়বে দেশি মুরগি ও কাতলা

সুমন তেওয়ারি, আসানসোল: পুজো নয়, ভোজে জোর! থাকছে দেশি মুরগির ঝোল, দেশি কাতলার কালিয়া, ফ্রায়েড রাইস, স্পেশাল মিষ্টি...আরও অনেক কিছুই। সপ্তমী থেকে বিজয়া-দশমী। পুজোর চারদিনই বন্দিদের কনুই চুবিয়ে খাওয়ানোর বন্দোবস্ত আসানসোল সংশোধনগারে। অনুব্রত মণ্ডলের ‘ডায়েট চার্ট’ মেনে সপ্তমীর মেনুতে দেশি মুরগির ঝোল মোটামুটি পাকা। আর একটা দিনও হতে পারে বলে খবর। 
প্রথমে দশভুজার আরাধনা শুরু করার ভাবনা ছিল আসানসোল জেলা সংশোধনাগারের। বাড়ির পুজোয় অঞ্জলি দিতে না পারলেও সংশোধনাগারে অঞ্জলি দেওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল। নিরাপত্তার কথা বিবেচনা করে পিছিয়ে এসেছে সংশোধনাগার কর্তৃপক্ষ। অঞ্জলি দেওয়ার শখ বন্দিদের পূরণ না হলেও পুজো মেনু এবার জবরদস্ত। অনুব্রত মণ্ডলের প্রিয় দেশি মুরগি, দেশি মাছের ঝোল থাকছে বন্দিদের পাতে। অষ্টমীতে খিচুড়ি, পাঁচমেশালি তরকারি। পুজোর প্রতিদিন স্পেশাল মিষ্টিও রাখা হচ্ছে। 
রবিবার মহালয়া। এখন প্রতিটি সেলেই টিভি। সেই তাগিদ কমে গিয়েছে। কেষ্টর জন্য অবশ্য টিভি, রেডিও দু‌টোই থাকছে। সংশোধনাগারে কেষ্টবাবু ছাড়াও পুরসভার চেয়ারম্যান, ইসিএলের শীর্ষ আধিকারিক সহ বহু হাইপ্রোফাইল লোকজন বন্দি। অনুব্রত এর আগে বন্দিদের চালান মাছ খাওয়ানো নিয়ে আপত্তি তুলেছিলেন। ফিস্চুলার সমস্যা রয়েছে তাঁর। তাই পাঁঠার মাংস খেতে বারণ। সেই জায়গায় মাঝে মধ্যে দেশি মুরগির ঝোল পছন্দ করেন কেষ্ট। সেটাও জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি। তাই তাঁর পছন্দ মতোই পুজোর চারদিনের মেনু ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর।  সপ্তমীর দিন দেশি মুরগির ঝোল হবে। অষ্টমীর দিন নিরামিষ খিচুড়ি ও পাঁচমেশালি সব্জি। নবমী এবং দশমীর মধ্যে যে কোনও একদিন দেশি বড় কাতলা মাছের ঝোল। অন্য একদিন ফের দেশি মুরগির ঝোল থাকবে। কবে, কোনটা—তা এখনও চূড়ান্ত হয়নি। কোনও একদিন সাদা ভাতের বদলে ফ্রায়েড রাইস বান্দিদের পাতে রাখার কথাও ভাবা হচ্ছে। 
জেল সুপার কৃপাময় নন্দী বলেছেন, ‘পুজোর আয়োজন করার কথা ভাবা হয়েছিল। নিরাপত্তার কারণে আমরা পিছিয়ে এসেছি। পুজোর দিনের মেনুতে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতিবারই পুজোর দিনগুলিতে স্পেশাল মেনু হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।’

24th     September,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ