বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘পকেট’ করা সম্ভব গলা, স্তন, পায়ুপথ,
স্ত্রী জননাঙ্গে, বলছেন প্লাস্টিক সার্জেনরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যোমকেশের প্রবাদপ্রতিম সেই গল্প ‘রক্তমুখী নীলা’র ভিলেন হরিপদকে মনে পড়ছে? গলায় পকেট তৈরি করে তাতে রেখে দিয়েছিল দুর্মূল্য হীরে। শুক্রবার দুবাই ফেরত এক যুবকের মলদ্বার থেকে কোটি টাকার কোকেন উদ্ধারের পর সাধারণ মানুষের কৌতূহল—সত্যিই কি শরীরের মধ্যে এভাবে কৃত্রিম কুঠুরি বা পকেট তৈরি করা সম্ভব? খ্যাতনামা প্লাস্টিক সার্জেনরা বলছেন, মেডিক্যালি গলায়, স্তনের নীচে, রেকটাম বা পায়ুপথে এবং স্ত্রী জননাঙ্গে পকেট তৈরি করা সম্ভব। এখন লাখ টাকার প্রশ্ন হল, তা কীভাবে সম্ভব? 
প্লাস্টিক সার্জেনরা জানিয়েছেন, এই ধারণাকে ভিত্তি করেই সিলিকন ব্রেস্ট প্রতিস্থাপন করা হয়। সেক্ষেত্রে ব্যবহার করা হয় ‘টিস্যু এক্সপান্ডিং’ পদ্ধতি। এভাবে স্তনে ফাঁকা জায়গা বা শূন্যস্থান তৈরি করে সেখানে সিলিকন ব্রেস্ট প্রতিস্থাপন করা হয়। তাঁদের মতে, পকেট তৈরির জন্য প্রথমত প্রয়োজন  শরীরের নরম কোষ। দ্বিতীয়ত, শরীরের এমন একটি অংশ চিহ্নিত করা দরকার, যেখানে পকেট করতে গিয়ে ক্ষত তৈরি হওয়ার পর স্বাভাবিক নিয়মে তা নিরাময় হবে। কিন্তু শূন্যস্থানটি থেকে যাবে। ক্যান্সার রোগীদের চিকিৎসাতেও অনেক সময় গলায় এভাবে পকেট তৈরি করা হয়। পিজি হাসপাতালের প্লাস্টিক সার্জারির প্রধান ডাঃ অরিন্দম সরকার বলেন, গল্প-কাহিনিতে দুষ্কৃতীদের শরীরে এমন পকেট থাকে বলে শুনেছি। ভাগ্যিস বাস্তবে কেউ শরীরে এরকম পকেট তৈরি করে দেওয়ার অনুরোধ করেনি। চিকিৎসাশাস্ত্রের কথা যদি বলতে হয়, তাহলে বলব, এমন পকেট তৈরি করা অসম্ভব নয়। অনেক সময় পকেট তৈরি করে মাদক ঢুকিয়ে সেলাই করে দেওয়া হয়। সেক্ষেত্রে মাদক বের করার জন্য ওপেন সার্জারি করতে হবে। আর জি কর মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারির প্রধান ডাঃ রূপনারায়ণ ভট্টাচার্য বলেন, দু’ভাবে হতে পারে এই কাজ। পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসার পরও গলে যাবে না, এমন আচ্ছাদন বা ক্যাপসুলের মধ্যে মাদক পাচার করা। দুই, পকেট তৈরি করে সেখানে মাদক ‘ইনপ্ল্যান্ট’ করে ফের অপারেশন করে বের করে নেওয়া। যাঁরা দীর্ঘদিন সানাই জাতীয় বাদ্যযন্ত্র বাজান, তাঁদের অনেকের গলায় এমন ধরনের ফাঁপা জায়গা তৈরি হয়।  মুম্বইয়ের বিশিষ্ট প্লাস্টিক সার্জেন ডাঃ নীলেশ সাতভাই বলেন, চিকিৎসাশাস্ত্র মতে এই ধরনের পকেট তৈরি করা অসম্ভব নয়। তবে শরীরে ক্ষত তৈরি করা, তা শুকনোর জন্য অপেক্ষা, সেই জায়গায় নিষিদ্ধ বস্তু ঢুকিয়ে পাচার—এসব বিকৃত ও অপরাধী মানসিকতার মানুষ ছাড়া কারও পক্ষে সম্ভব নয়।

20th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ