বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিজেপির নবান্ন অভিযানে
ডাকা হয়নি কেন্দ্রীয় নেতৃত্বকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু দলের কর্মসূচিতে কি আদৌ থাকবেন বিজেপির কোনও কেন্দ্রীয় নেতা? জানা গিয়েছে, এখনও পর্যন্ত নবান্ন অভিযান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দলের কোনও কেন্দ্রীয় নেতাকেই আমন্ত্রণই জানায়নি রাজ্য বিজেপি। দলীয় সূত্রের খবর, নতুন দায়িত্ব পাওয়ার পর আগামী সপ্তাহেই প্রথমবার বাংলায় যাচ্ছেন বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। স্বাভাবিকভাবেই রাজ্যে গিয়ে তিনি বৈঠক করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে। তাঁর সঙ্গে বৈঠকের পরই এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে বঙ্গ বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘নবান্ন অভিযান কর্মসূচিতে শামিল হওয়ার জন্য এখনও পর্যন্ত আমরা কেন্দ্রের কোনও নেতাকেই আসতে বলিনি। কেন্দ্রীয় পার্টির কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এখনও পর্যন্ত স্থির হয়েছে, ওই কর্মসূচিতে রাজ্যের নেতারাই থাকবেন। অতীতেও রাজ্য বিজেপির এরকম একাধিক কর্মসূচি হয়েছে যেখানে দলের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারাই হাজির ছিলেন।’ একইসঙ্গে সুকান্তবাবু জানিয়েছেন, ‘বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার ভার নেওয়ার পর সুনীল বনসল প্রথমবার রাজ্যে আসবেন। তখন তাঁর সঙ্গেও এই ব্যাপারে কথা হবে। সেইমতো পরবর্তী কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

20th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ