বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

আয়ের থেকে ৫৫০ গুণ বেশি সম্পদ,
মধ্যপ্রদেশের পরিবহণ কর্তার বাড়িতে তল্লাশি
বাড়িতেই থিয়েটার থেকে মিনি বার

ভোপাল: বেতন মাসে সাকুল্যে ৬৫ হাজার। কিন্তু, মধ্যপ্রদেশের জবলপুরের আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আরটিও) সন্তোষ পলের বাড়ি যে কোনও ধনকুবেরের প্রাসাদকেও হার মানাবে। ১০ হাজার বর্গফুটের ওই বাসভবনে কী নেই! মিনি থিয়েটার, মিনি বার, কনফারেন্স হল থেকে শুরু করে সুইমিং পুল, এমনকী জাকুজিও। হিসেব বহির্ভূত সম্পত্তি মামলার তদন্ত করতে গিয়েই শুক্রবার সন্তোষের বাড়িতে হানা দিয়েছিল রাজ্যের আর্থিক অপরাধ দমন শাখা। জবলপুরের শতাব্দিপুরম এলাকার ওই বাড়ি থেকে নগদ ১৬ লক্ষ টাকা ও ৬০০ গ্রাম সোনার গয়না ও বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, সন্তোষের স্ত্রী রেখাও আঞ্চলিক পরিবহণ দপ্তরে করণিক পদে কর্মরত। পুলিস সুপার দেবেন্দ্র সিং রাজপুত জানিয়েছেন, মোট ৩টি জায়গায় তল্লাশি অভিযান চালান আর্থিক অপরাধ দমন শাখার ৩০ জন অফিসার। দীর্ঘ ১৫ ঘণ্টা ধরে চলে অভিযান। ওই তিন জায়গার মধ্যে দু’টি জায়গার মালিকানা রয়েছে পল দম্পতির নামে। ৩ নম্বর জায়গাটি তাঁদের এক ঘনিষ্ঠের নামে রয়েছে। তদন্তে উঠে এসেছে, আয়ের তুলনায় অন্তত ৫৫০ গুণ বেশি সম্পদ রয়েছে ওই আধিকারিকের। অভিযোগ, পল দম্পতির নামে পাঁচটি বাড়ি, একটি খামারবাড়ি, এসইউভি সহ দু’টি গাড়ি, একাধিক মোটরবাইক রয়েছে। দু’জনের বিরুদ্ধেই দুর্নীতিদমন আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিস সুপার। 

20th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ