বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে জেরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে শনিবার দীর্ঘক্ষণ জেরা করল সিবিআই। কীভাবে সফল প্রার্থীদের বাদ দিয়ে সুপারিশে নাম আসা প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল, তা জানতে চাওয়া হয় তাঁর কাছে। ওই প্রাক্তন চেয়ারম্যান তদন্তকারীদের কাছে দাবি করেছেন, তাঁকে অন্ধকারে রেখে গোটা কাজটি করেন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা। বিভিন্ন ব্যক্তির সই নকল করে ভুয়ো নিয়োগপত্র তৈরি করেন বলেও তিনি তদন্তকারীদের জানিয়েছেন। 
এসএসসি দুর্নীতি মামলায় হেফাজতে থাকা শান্তিপ্রসাদ সিনহাকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, তিনি তাদের জানিয়েছেন, গোটা নিয়োগ প্রক্রিয়াটি হয়েছে বেআইনিভাবে। সুপারিশে যে সমস্ত প্রার্থীর নাম ছিল, তাঁদের আগে থেকেই সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল। এরপর বিভিন্ন ব্যাচে তাঁদের ডেকে পাঠিয়ে উত্তরপত্র সঠিক উত্তর দিয়ে পূরণ করানো হয়। গোটা প্রক্রিয়াটি বাইপাস লাগোয়া একটি বাড়িতে বসে সম্পন্ন হয়। আর পুরো বিষয়টি জানতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপদেষ্টা কমিটির প্রধানের দাবি, পার্থবাবুর চাপে বাধ্য হয়েই তিনি এই কাজ করেন। তাঁর এই বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। 

14th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ