বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বাড়ছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, মেডিক্যাল
কলেজগুলিতে ওয়ার্ড তৈরির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন ধরনের ওষুধেও কাজ দেয় না, এমন ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বাড়ছে রাজ্যে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ধরনের টিবি’র পৃথক ওয়ার্ড তৈরির নির্দেশ দিল স্বাস্থ্যদপ্তর। কেন্দ্রগুলিতে ২ টি পুরুষ এবং ২ টি মহিলা বেড মিলিয়ে সবশুদ্ধ ৪ টি করে শয্যা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এই ধরনের রোগীদের জন্য ৩-৪ বেডের এইচডিইউ বেড চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ আগস্ট দুই স্বাস্থ্য অধিকর্তার জারি করা ওই নির্দেশে আরও বেশ কয়েকটি পরিকল্পনার কথা জানানো হয়েছে। এইবার সেইগুলির উল্লেখ করা হল— 
১. আধুনিক ন্যাট পদ্ধতিতে টিবি পরীক্ষা করা হবে। ২. প্রতি মেডিক্যাল কলেজে জাতীয় যক্ষ্ণা নির্মূলকরণ অভিযান (এনটিইপি) কর্মসূচি ঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা দেখতে নোডাল অফিসার থাকবেন। তাঁদের মধ্যে একজন হবেন চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ, অন্যজন কমিউনিটি মেডিসিনের এক্সপার্ট। ৩. টিবি ধরার পরার ৩-৭ দিনের মধ্যে চিকিৎসা শুরু করতেই হবে। ৪. প্রতিটি যক্ষ্মামৃত্যুর ঘটনা খতিয়ে দেখা আবশ্যক। ৫.বাচ্চাদের মধ্যে টিবি’র উপসর্গ থাকলে অবশ্যই খুঁজে বের করতে হবে। ৬. একইভাবে প্রসূতিদের মধ্যে যক্ষ্মার উপসর্গ থাকলে চিহ্নিত করাও জরুরি। এই প্রসঙ্গে শুক্রবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে টিবি মুক্ত পশ্চিমবঙ্গ। সেই উদ্দেশ্য পূরণের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে।’ 
সূত্রের খবর, সারা পৃথিবীতে সংক্রমণজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে করোনায়। তারপরই সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে যক্ষ্ণায়। ফি বছর সারা পৃথিবীতে ১ কোটি মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন। রোজ মারা যান ৪ হাজার মানুষ। চাঞ্চল্যকর বিষয় হল, সারা পৃথিবীতে যত মানুষ টিবিতে আক্রান্ত হন, তার চারভাগের এক ভাগের বসবাসই ভারতে। প্রতি বছর ২৭ লাখ মানুষ নতুন করে টিবিতে আক্রান্ত হন। 
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে প্রতি ২.৮ টি যক্ষ্মার ঘটনার মধ্যে মাত্র ১ টি ধরা পড়ে। ১.৮ টি ঘটনা ধরাই পড়ে না। সমস্ত ধরনের টিবি’র মধ্যে বুকের টিবিই সবচেয়ে বেশি সংক্রামক। সময়ে চিকিৎসা না হলে একজন বুকের টিবি’র রোগী ১০-১৫ জনকে সংক্রামিত করতে পারে। এইসব কারণে দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসায় জোর দিচ্ছে স্বাস্থ্যভবন।

14th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ