বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

জনস্বার্থে জমি নিলে ক্ষতিপূরণ দিতে
হবে ২০১৩ সালের নতুন আইনে
নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের আপত্তি সত্ত্বেও জনস্বার্থে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ২০১৩ সালের কেন্দ্রীয় আইনকেই ক্ষতিপূরণের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে কলকাতা হাইকোর্ট। নদীয়ার বেথুয়াডহরিতে জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে দায়ের হওয়া মামলায় ওই কেন্দ্রীয় আইনে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের বক্তব্য,  ২০১৫ সালের ১ জানুয়ারির আগে জমি অধিগ্রহণ হয়ে থাকলে বা ক্ষতিপূরণের অংকে আপত্তির যদি মীমাংসা না হয়ে থাকে, তাহলে ২০১৩ সালের আইন মেনেই ক্ষতিপূরণ দিতে হবে। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ, মামলাকারীকে ক্ষতিপূরণের জন্য আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে। পরবর্তী ছ’মাসের মধ্যে জেলা শাসককে বিষয়টি শুনে নতুন আইন মেনে ক্ষতিপূরণ দিতে হবে। জমিদাতা অন্যান্যদেরও যদি এমন আপত্তি থাকে, তাদের সকলের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে বলেও জানিয়েছে আদালত। মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস জানিয়েছেন, নতুন আইনে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দীর্ঘ টালবাহানা চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনস্বার্থে জমি অধিগ্রহণে নতুন আইনে ক্ষতিপূরণ পাওয়ার জন্য অনেকেই আদালতের দ্বারস্থ হয়েছে। কয়েক হাজার মামলা ঝুলে রয়েছে। আদালতের এই নির্দেশ সেই মামলাগুলির সমাধানের রাস্তা খুলে গেল। করে দিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে আইনজীবী দীপঙ্কর দাস বলেছন, জাতীয় সড়কের জন্য জমি নেওয়া হলে নতুন আইনে ক্ষতিপূরণ দিতে আপত্তি নেই।

16th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ