বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রেজিস্ট্রেশন থাকলেও জিএসটি রিটার্ন 
জমা দেয় না রাজ্যের তিন লক্ষ সংস্থা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে প্রায় সাত লক্ষের কাছাকাছি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জিএসটি রেজিষ্ট্রেশন আছে। কিন্তু তার মধ্যে তিন লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনও জিএসটি রিটার্ন দাখিল করে না। শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানালেন রাজ্যের জিএসটি কমিশনার খালিদ আনোয়ার। তিনি বলেন, যারা রিটার্ন জমা দেয়, তার মধ্যে জিএসটি স্ক্রুটিনির আওতায় আনা হয়েছে মাত্র ১১ হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। মোট পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে স্ক্রুটিনির আওতায় এসেছে সংস্থাগুলি। প্রসঙ্গত, রেজিস্ট্রেশন থাকলেও রিটার্ন জমা দেয় না, এরকম প্রতিষ্ঠানের সংখ্যা সারা দেশে প্রায় ২৪ লক্ষ। 
জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দেশে ই-ইনভয়েস প্রথা শুরু হয়। তা ধাপে ধাপে কার্যকর করার কথা ঘোষণা করা হয়। সেই মতো আগামী ১ অক্টোবর থেকে ১০ কোটি টাকা বা তার বেশি বার্ষিক লেনদেনের আওতায় থাকা সংস্থাগুলিকে ই-ইনভয়েস ব্যবস্থা চালু করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জিএসটি দপ্তরের যুগ্ম কমিশনার সার্থক সাক্সেনা। তিনি বলেন, যদি কোনও সংস্থা একাধিক রাজ্যে ব্যবসা করে এবং তার লেনদেনের পরিমাণ সার্বিকভাবে ১০ কোটি টাকার বেশি হয়, তাহলে তাকে ই-ইনভয়েস জমা করতে হবে। তবে শুধুমাত্র দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেন হবে, তারই ই-ইনভয়েস প্রস্তুত করতে হবে। ক্রেতার সঙ্গে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে তার প্রয়োজন নেই। সাক্সেনা দাবি করেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে যে যে সংস্থার অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা হয়, সেই সংস্থাগুলির সঙ্গে জিএসটি নেটওয়ার্কের যোগসূত্র আছে। তাই ই-ইনভয়েসের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলিকে সমস্যায় পড়তে হবে না। বরং তাতে ব্যবসা চালানোর খরচ বাঁচবে বলে দাবি করেছেন তিনি। বলেন, ইউরোপীয় দেশগুলিতে ই-ইনভয়েস চালু হওয়ায় সেখানে ব্যবসার খরচ কমেছে। যেসব সংস্থার বার্ষিক লেনদেনের অঙ্ক দেড় কোটি টাকার কম, তারা চাইলে বিনামূল্যে অ্যাকাউন্টিং সফটওয়্যার পেতে পারে বলে জানিয়েছেন সার্থক সাক্সেনা। তিনি বলেন, জিএসটি কাউন্সিল ছ’-সাতটি সফটওয়্যার তৈরি করেছে, যা বিনামূল্যে পাওয়া যায়। দেশের ৯০ থেকে ৯৫ লক্ষ সংস্থা এই সুবিধার আওতায় থাকলেও তা নিয়েছে প্রায় ৩ লক্ষ সংস্থা। জিএসটির সুবিধা পেতে সংস্থাগুলি এই সুবিধা নিক, আহ্বান জানিয়েছেন তিনি।

8th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ