বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

এক বছর পরেও রাজ্যের ১০ পুরসভায় চালু
হয়নি অনলাইন বিল্ডিং প্ল্যান পরিষেবা, প্রশ্ন
বন্ধ হয়ে যেতে পারে অনুদান

প্রীতেশ বসু, কলকাতা: জমি মিউটেশন থেকে বিল্ডিং প্ল্যানের অনুমোদন। সমস্ত ক্ষেত্রেই লাল ফিতের ফাঁস আলগা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। হয়রানি এড়িয়ে নির্দিষ্ট সময় পরিষেবা নিশ্চিত করতে একাধিক অনলাইন ব্যবস্থাপনার উপরেই নির্ভর করতে হচ্ছে রাজ্যকে। এতে যেমন সময় কম লাগে, তেমনই আবার বাড়ে স্বচ্ছতা। তবে রাজ্য প্রশাসনের সেই প্রচেষ্টায় ‘এক বালতি দুধে এক ফোঁটা চোনার’ কাজ করছে হাতে গোনা কয়েকটি পুরসভা। এক বছর পার হয়ে  গেলেও ‘অজ্ঞাত কারণে’ তারা চালু করেনি অনলাইনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়ার পরিষেবা। বাংলার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলার ১০টি পুরসভাকে এই নিয়ে বুধবার চিঠি দিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই প্রকল্প চালু না হওয়ায় সংশ্লিষ্ট পুরসভাগুলিকে ‘শো-কজ’ করা হয়েছে। পাশাপাশি, আগামী দু-এক মাসের মধ্যে এই অনলাইন পরিষেবা চালু না করলে, সংশ্লিষ্ট পুরসভাগুলির বিভিন্ন অনুদানও বন্ধ করে দেওয়ার ভাবনা-চিন্তা রয়েছে বলেও নগরোন্নয়ন দপ্তর সুত্রে খবর। 
নির্দিষ্ট সময়ের মধ্যে ই-গৃহনকশা চালু না করতে পারা দশটি পুরসভার তালিকায় রয়েছে, বামেদের দখল নেওয়া নদীয়ার তাহেরপুর পুরসভার নামও। বাকি ন'টি  পুরসভা হল দক্ষিণ ২৪ পরগণার পুজালি, পূর্ব বর্ধমানের গুসকরা, মুর্শিদাবাদ জেলায় ডোমকল এবং মুর্শিদাবাদ, নদীয়ার কুপার্স ক্যাম্প ও দার্জিলিং জেলার তিনটি পুরসভা (দার্জিলিং, মিরিক ও কার্সিয়াং)। পুরদপ্তর সূত্রের খবর, মূলত দুটি পর্যায়ে বিভিন্ন পুরসভায় এই পরিষেবা চালু হওয়ার কথা ছিল। প্রথম পর্যায়ে চালু হওয়ার কথা ছিল গত বছরের ১৬ আগস্ট এবং দ্বিতীয় পর্যায়ে বাকি পুরসভায় এই পরিষেবা চালু হওয়ার কথা ছিল গত ১৬ নভেম্বর। অর্থাৎ, রাজ্যের এই উদ্যোগ চালু করার নির্দিষ্ট সময়ের পর পেরিয়ে গিয়েছে প্রায় এক বছর। অনলাইনে বিল্ডিং প্ল্যানের আবেদন করলে, বর্তমান নিয়মে তা ১৫ দিনের মধ্যে অনুমোদিত হওয়ার কথা। এই পরিষেবা চালু করতে সমস্ত পুরসভার সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়াও নিশ্চিত করেছে নগরোন্নয়ন দপ্তর। এমনকী সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমও এই পরিষেবা চালু করার জন্য একাধিকবার অনুরোধ জানিয়েছেন। তবুও মানুষকে  ই-গৃহনকশা পরিষেবা থেকে বঞ্চিত রেখেছে এই দশটি পুরসভা। এতেই চটেছেন নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যে রাজ্যের ১১৫টি পুরসভায় এই পরিষেবা চালু হয়েছে। হাওড়া পুরসভা এলাকায় খুব শীঘ্রই দ্রুত এই পরিষেবা শুরু হতে চলেছে। এখনও পর্যন্ত মোট ৬,৫১৭টি বিল্ডিং প্ল্যান অনলাইনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে সবথেকে বেশি আবেদন অনুমোদন দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনায়। এই পরিষেবা চালু না হওয়ার কথা স্বীকার করে নেন পূজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস। তবে দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

7th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ