বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

স্নাতকোত্তর ও অনার্স স্কেলের শিক্ষকদের
উচ্চ প্রাথমিকে দেখানো নিয়ে ফের বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোস্টার অব অ্যাপয়েন্টমেন্ট (আরওএ) ৮ আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে স্কুলগুলিকে। অর্থাৎ, কোন শিক্ষক কোন সেকশনে থাকবেন, জাতিগত পরিচয়ের বিভাজন দিয়ে তা স্কুলগুলি শিক্ষাদপ্তরকে জানাবে। তবে, এর ফলে ফের উঠে এসেছে পুরনো সেই বিতর্ক। শিক্ষক সংগঠনগুলির অভিযোগ, এক্ষেত্রেও বিতর্কিত ‘স্টাফ প্যাটার্ন’ কার্যকর করিয়ে নিতে চাইছে দপ্তর। নর্মাল (পঞ্চম থেকে দশম) সেকশনে থাকা শিক্ষকদের উচ্চ প্রাথমিক (পঞ্চম থেকে অষ্টম) অথবা মাধ্যমিক (নবম-দশম) স্তরে বিভাজনের অপশন দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট পোর্টালে। এ নিয়ে তীব্র আপত্তি ছিল শিক্ষক সংগঠনগুলির।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দাবি, শিক্ষকদের ক্ষেত্রে নর্মাল সেকশনের কোনও উল্লেখ নেই। শুধুমাত্র উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে বিভাজন করা হয়েছে। এর ফলে ২০১৬ সালের আগে অ্যাপ্রুভাল পাওয়া শিক্ষকদেরও প্রধান শিক্ষক ইচ্ছামতো উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরে ভাগ করে দিতে বাধ্য হচ্ছেন। আবার মাধ্যমিক স্তরে ক্লিক করলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র গ্র্যাজুয়েশনই (স্নাতক) আসছে। ফলে যাঁরা নর্মাল সেকশনে থেকেও স্নাতকোত্তর স্কেল পান, তাঁরা গ্র্যাজুয়েশনে ক্লিক করতে বাধ্য হচ্ছেন। তাঁদের বক্তব্য, ২০১৬ সালের আগে অনার্স/পোস্ট গ্র্যাজুয়েট পোস্টে একটিই পরীক্ষা হতো। তারপর একই কাউন্সেলিংয়ে কেউ উচ্চ মাধ্যমিক সেকশন, আবার কেউ নর্মাল সেকশন বেছে নিতে বাধ্য হতেন। চাকরিপ্রার্থীরা স্রেফ পছন্দের স্কুলটি বেছে নিতেন। উচ্চ মাধ্যমিক বা নর্মাল সেকশনের মধ্যে কোনও ভাগ ছিল না। ফলে এখন স্নাতকোত্তর স্কেলে বেতন পাওয়া শিক্ষকদের উচ্চ মাধ্যমিক এবং নর্মাল সেকশনে ভাগ করাটাও ঠিক নয়। সংগঠনের দাবি, এইসব জটিলতা রয়েছে বলেই প্রধান শিক্ষকদের মাধ্যমে দপ্তর এটি করিয়ে নিতে চাইছে। স্রেফ এক ঘণ্টার অনলাইন ট্রেনিং দেওয়া হয়েছে। এদিকে, শিক্ষক সংগঠন এবিটিএও শিক্ষাদপ্তরে এই ব্যবস্থা পরিবর্তনের দাবি জানিয়ে শনিবার স্মারকলিপি জমা দিয়েছে। ইতিমধ্যে সার্ভার ডাউন থাকায় অবশ্য কাজ করতে বেশ অসুবিধায় পড়েছে স্কুলগুলি। 

7th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ