বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

স্বাস্থ্যদপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ
নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাজ্য স্বাস্থ্যদপ্তরে অস্থায়ী পদে নিয়োগকে কেন্দ্র করে জেলায় জেলায় গঠিত কমিটি বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে।
স্বাস্থ্যদপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি, ডেটা এন্ট্রি অপারেটরসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক ও পার্ট টাইম কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মোট ১১ হাজার ৫২১টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। কিন্তু মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্তের অভিযোগ, এসব শূন্যপদে নিয়োগের জন্য গতবছর নভেম্বরে একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ২৮টি জেলায় একটি করে কমিটি গঠন করেছে রাজ্য। কিন্তু প্রতিটি কমিটির চেয়ারম্যান পদে জায়গা পেয়েছেন শাসক দলের নেতা-মন্ত্রীরাই। কমিটির বাকি সদস্যরাও রাজ্য সরকারি কর্মী। মালদহ ছাড়া কোনও জেলার কমিটিতে ডাক্তারদের স্থান হয়নি। তবে মালদহে যে চিকিৎসককে চেয়ারম্যান করা হয়েছে, তিনিও শাসক-ঘনিষ্ঠ বলে পরিচিত। এই কমিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে তা স্বচ্ছ হবে না বলেই দাবি করেন মামলাকারীর আইনজীবীরা। এরপরই এনিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে হলফনামা আকারে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, মামলা চলাকালীন যদি কোনও নিয়োগ হয় সেক্ষেত্রে মামলার রায়ের উপর ওই নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে বলেও নির্দেশে স্পষ্ট জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

3rd     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ