বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

নিমতৌড়ি ও চাঁচলে নয়া দুই
জেল, পুজোর পর চালুর ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহের চাঁচল ও পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে নতুন দু’টি সংশোধনাগার তৈরি প্রায় শেষের পথে। পুজোর পর ওই দুই সংশোধনাগার চালুর ভাবনা রয়েছে কারাদপ্তরের। এই দুই মহাকুমা সংশোধনাগার চালু হলে বহরমপুর, দমদম, প্রেসিডেন্সি জেলের ভার অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। বর্তমানে এই তিনটি জেলে রয়েছে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক বন্দি। এতে নানান সময় সমস্যার সৃষ্টি হচ্ছে। আর সে কারণেই বন্দিরা যাতে জেলে ঠিক মতো থাকতে পারেন, সেই উদ্দেশ্যেই রাজ্য সরকারের উদ্যোগে চাঁচল ও নিমতৌড়িতে দু’টি নতুন সংশোধনাগার তৈরির পরিকল্পনা নেওয়া হয়। সেই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পাশাপাশি চলছে বিদ্যুৎ সংক্রান্ত নানা কাজকর্ম। কারাদপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই দুই জেল চালু হলে সেখানে একেকটিতে থাকতে পারবেন প্রায় সাড়ে তিনশো করে বন্দি। এতে মালদহ, পূর্ব মেদিনীপুর সহ আশপাশের জেলার মহকুমা জেলগুলির ভারও কিছুটা কমবে। রাজ্যে জেলের সংখ্যা বাড়ানো নিয়ে নানা মহল থেকে দাবি উঠছিল। এমন অবস্থায় এই দু’টি জেল চালুর পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবী থেকে শুরু করে মানবাধিকার সংগঠনের কর্তা ব্যক্তিরা।                                                                       

7th     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ