বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

জ্যোতি বসু সেন্টারের জমি থেকে সব চারাগাছ উধাও,
৮ জুলাই জন্মদিন ঘিরে নয়া পরিকল্পনা আলিমুদ্দিনের

জীবানন্দ বসু, কলকাতা: দলের কাছে তিনি কার্যত কিংবদন্তী। তাই তাঁর যাবতীয় রাজনৈতিক কীর্তিকে মানুষের সামনে আনার লক্ষ্য নিয়েছে সিপিএম। জ্যোতি বসুর মৃত্যুর পর নিউটাউনে পাঁচ একর জমিতে প্রয়াত নেতার নামে একটি আধুনিক গবেষণাকেন্দ্র তৈরির পরিকল্পনা করেছিল সিপিএমের নেতৃত্ব। জমির হস্তান্তর সংক্রান্ত জটিলতা মেটার পর সেই জমিতে গতবার বৃক্ষরোপণের মধ্যে দিয়ে ৮ জুলাই জ্যোতিবাবুর জন্মদিনকে স্মরণ করেছিলেন আলিমুদ্দিনের নেতারা। ভাবনা ছিল, জমির চারধারে সবুজ গাছের পরিধি দিয়ে ‘গ্রিন ওয়াল’ তৈরি করা হবে। 
কিন্তু বিধি বাম! এক বছরে সেই চারাগুলি আর মাথা তুলে দাঁড়ায়নি। বছর ঘুরে আরও একটি ৮ জুলাই সামনে আসায় এব্যাপারে খোঁজ নিতে গিয়ে সিপিএমের নেতারা জানতে পারেন, বসুকে স্মরণ করে তাঁদের পোঁতা একটি চারাগাছেরও হদিশ নেই। সব ভ্যানিশ। হয় চুরি হয়েছে, নতুবা সেগুলি গোরুর খাদ্যে পরিণত হয়েছে। তাই এবার ৮ জুলাই ভিন্ন পরিকল্পনা করেছেন বিমান বসু, মহম্মদ সেলিমরা। শুক্রবার জ্যোতিবাবুর ১০৯ তম জন্মদিবস উপলক্ষে এবার এক হাজার চারাগাছ বিতরণ করবেন তাঁরা। সেই সঙ্গে ওই জমিতে পাঁচিল তৈরির কাজও শুরু হবে ওইদিন।
নিউটাউনের ওই জমিতে আগামীদিনে কী হবে? সরাসরি দলের ব্যানারে এই প্রকল্প হাতে নেয়নি পার্টি। পরিবর্তে রাজ্য সিপিএম নিয়ন্ত্রিত একটি অছি পরিষদ গঠন করা হয়েছে। যার নাম জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। সংস্থার চেয়ারম্যান বিমানবাবু। কেরলে যেমন প্রয়াত নেতা এ কে গোপালনের নামে একেজি সেন্টার রয়েছে, সেই আদলেই তৈরি হবে এটি। এই কেন্দ্রে জ্যোতিবাবুর ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী কক্ষ যেমন থাকবে, তেমনই থাকবে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যস্তরে কমিউনিস্ট এবং বামপন্থী রাজনীতি সংক্রান্ত দলিলের ভাণ্ডার। যা রাষ্ট্রবিজ্ঞানের গবেষকদের জন্য উন্মুক্ত থাকবে। 
বাম আমলের শেষ লগ্নে জ্যোতি বসুর প্রয়াণের ঠিক পরেই নিউটাউনে এই জমি কিনতে প্রায় পাঁচ কোটি টাকা খরচ করেছিল পার্টি। তখন ঠিক ছিল, বামফ্রন্ট ফের ক্ষমতায় এলে স্বল্প সময়ের মধ্যেই এই নির্মাণের কাজ শেষ করা হবে। কিন্তু ২০১১ সালে পালাবদলের পর জমির হস্তান্তর নিয়ে নানা জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ওই জমি পাকাপাকিভাবে হাতে আসে আলিমুদ্দিনের। এখন সেখানে নির্মাণের নকশা তৈরির কাজ। -নিজস্ব চিত্র

6th     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ