বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

আমন ধানের বীজতলা তৈরিতে সমস্যা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও তা হয়নি। এখানকার একাধিক জেলায় দেখা দিয়েছে ঘাটতি। ফলে আমন ধানের বীজতলা তৈরিতে এবং আউস চাষ করতে সমস্যায় পড়ছেন কৃষকরা।  দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই সমস্যা তুলনামূলকভাবে বেশি বলে জানা গিয়েছে। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং ঝাড়গ্রামেও কমবেশি প্রভাব পড়েছে। কৃষি আধিকারিকদের মতে, বৃষ্টির ঘাটতি যত বাড়বে, ততই বীজতলা তৈরি করতে সমস্যা হবে। ফলে চাষ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনায় জুনের শেষে দেখা গিয়েছে, প্রায় ৫০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। জুনে সব মিলিয়ে  ১৬৪ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও প্রায় ৪৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে জুনে। গতবার ঘূর্ণিঝড় যশের কারণে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল। কিন্তু এবার একেবারে উল্টো চিত্র। 

6th     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ