বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রেজিস্ট্রেশন বন্ধ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেওয়ার কাজ বন্ধ করল রাজ্য‌ মেডিক্যাল কাউন্সিল। এক নির্দেশনামায় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের (ডব্লুবিএমসি) রেজিস্ট্রার মানস চক্রবর্তী এই কথা জানিয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিদায়ী কাউন্সিলের পরিচালন কমিটিকে বেআইনি বলে জানিয়েছিল উচ্চ আদালত। তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। যদিও কাউন্সিলের এই নির্দেশের জেরে বহু চিকিৎসক চরম ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 
বছরে কয়েক হাজার চিকিৎসকের রেজিস্ট্রেশন নিয়ে থাকে ডব্লুবিএমসি। তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা রোগী দেখার অধিকার পান। এই পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের নতুন পরিচালন কমিটি তৈরি না-হওয়া পর্যন্ত গোটা বিষয়টিই বিশ বাঁও জলে পড়ল বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কর্মসমিতির সদস্য ডাঃ কৌশিক চাকি বলেন, এর দায় সম্পূর্ণভাবে আগের কমিটির। তারা বেআইনিভাবে কাউন্সিল পরিচালনা না করলে কোর্টের দ্বারস্থ হওয়ারও প্রয়োজন পড়ত না। রাজ্য সরকারও দায় এড়াতে পারে না। 

5th     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ